ভারতের স্যাটেলাইটে গোপনে ভয়ংকর সাইবার হামলা লাল চীনের

ভারতের (india) স্যাটেলাইটে গোপনে ভয়ংকর হামলা চালিয়েছিল চীন (china); আমেরিকার (america) CSAI এর তদন্তের সূত্র ধরে উঠে আসছে এমনই ভয়ংকর তথ্য।

   

২০১৭ সালে ভারতীয় উপগ্রহ যোগাযোগের উপর কম্পিউটার নেটওয়ার্ক আক্রমণ করেছিল চীন। আমেরিকা-ভিত্তিক চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউট (সিএএসআই) এর প্রতিবেদনে উঠে আসছে এমনই ভয়ংকর তথ্য।

এই মার্কিন সংস্থা চীনের মহাকাশ-সংক্রান্ত প্রচেষ্টা সম্পর্কিত প্রতিবেদনগুলি শেয়ার করেছে। একই সাথে, ইসরো (ISRO) স্বীকার করে নিয়েছে যে সাইবার আক্রমণের সম্ভাবনা রয়েছে, আমাদের সিস্টেমকে বাঁচাতে হবে।

১৪২ পৃষ্ঠা দীর্ঘ এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৮ এর মধ্যে চীন বেশ কয়েকবার সাইবার আক্রমণ চালিয়েছে।

২০১২ সালে, জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) আক্রমণ করা হয়েছিল, যেখানে চীন জেপিএলের পুরো নিয়ন্ত্রণ নিয়েছিল।

এটি ছাড়াও এই প্রতিবেদনে চীনের আরো বেশ কয়েকটি সাইবার হামলার কথা উল্লেখ করা হয়েছে।

এই হামলা রুখতেই ২০১৮ এ একটি উপগ্রহবিরোধী (এ-স্যাট) ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক ভাবে ব্যাবহারকরেছিল। ভারতের এই ক্ষেপনাস্ত্র শত্রু উপগ্রহ ধ্বংস করতে করতে সক্ষম।

সিএএসআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে যে চীনের আরও অনেক স্পেস প্রযুক্তি রয়েছে যা ভূগর্ভস্থ স্থান থেকে জিওসিনক্রোনাস অরবিট (জিইও) -এর স্থান ব্যবস্থাকে বিপদ ফেলতে পারে।

অ্যান্টি-স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র, কো-অরবিটাল উপগ্রহ,জ্যামার এবং অন্যান্য প্রযুক্তি দিয়ে ভারতে তারা সাইবার হামলা চালাতে পারে।

যদিও ইসরোর বিজ্ঞানী মহল জানাচ্ছেন, এই সব সাইবার হামলা রুখে দিতে পারে এমন প্রযুক্তি ভারতের হাতে আছে।

 

 

সম্পর্কিত খবর