সীমান্ত বিবাদ কম করার জন্য ভারতের সাথে কাজ করার জন্য প্রস্তুত আমরাঃ চীনের রাজদূত

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর চীনের (China) মধ্যে সীমান্ত নিয়ে চলা উত্তেজক পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে ভারতে থাকা চীনের রাজদূত সান ওয়েংডং (Sun Weidong) আশা প্রকাশ করেছেন। উনি বলেছেন, দুই পক্ষই সৈন্য উত্তেজনার পরিস্থিতিকে জটিল বানানোর থেকে সরে আসবে। সান ওয়েংডং বলেন, পারস্পরিক সম্মান এবং সমর্থন অবশ্যই উভয় দেশের স্বার্থের জন্য হবে। দুই দেশকেই সন্মান এবং স্বার্থ রক্ষার জন্য কাজ করতে হবে।

সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় চীনের রাজদূত সান বলেন, আশঙ্কা আর সংঘর্ষ ভুল রাস্তা। দুই দেশের মধ্যে সংঘর্ষ দুই দেশের জনগণের কাছে আকাঙ্খার বিপরীত। উনি বলেন, সীমান্তে শান্তি আর স্থিরতা বজায় রাখার জন্য চীন প্রস্তুত। সান বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য চীন ভারতের সাথে কাজ করার জন্য প্রস্তুত।

উনি পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা (LAC) তে বর্তমান পরিস্থিতির সমাধানের জন্য দুই দেশকে একসাথে কাজ করার কথা বলেন। উনি বলেন, বর্তমান সীমান্ত বিবাদের সমাধানের জন্য আমরা ভারতীয়দের সাথে কাজ করার জন্য প্রস্তুত।

ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, ভারত আর চীনের মধ্যে বর্তমান সীমান্ত বিবাদ কি করে মিটবে? তখন চীনের রাজদূত বলেন, এর দায়িত্ব শুধু চীনের কাঁধেই নেই। উনি বলেন, ‘এর দায়িত্ব চীনের উপর না। ভারতের গৃহীত পদক্ষেপগুলি বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর