প্রচণ্ড ক্ষমতাশালী প্রসেনজিৎ, ইন্ডাস্ট্রিতে ওঁর বিরুদ্ধে বলার সাহস কারোর নেই: চিরঞ্জিৎ

বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়ের (Abhishek Chatterjee) আচমকা মৃত‍্যুর পরেই টলিউড ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরের অনেক রহস‍্য প্রকাশ হয়ে পড়েছে। নেটনাগরাকদের অধিকাংশের তোপ গিয়ে পড়েছে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে। কারণ প্রত‍্যক্ষ ও পরোক্ষ ভাবে একাধিক বার টলিউডের এই সুপারহিট জুটির দিকেই আঙুল তুলেছিলেন অভিষেক। দায়ী করেছিলেন নিজের টলিউড কেরিয়ার শেষ করে দেওয়ার জন‍্য।

বেশ কয়েক বছর আগে জনপ্রিয় নন ফিকশন শো ‘অপুর সংসার’এ এসে নিজের বিরুদ্ধে হওয়া অন‍্যায় নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক চট্টোপাধ‍্যায়। ওই শোতেই অন‍্য একটি পর্বে এসেছিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীও (Chiranjeet Chakraborty)। ইন্ডাস্ট্রি নিয়ে অনেক অজানা তথ‍্য ফাঁস করেছিলেন তিনিও।

1562730210 prosenjitsocial
আট নয়ের দশকে টলিউড মানেই প্রসেনজিৎ, অভিষেক, চিরঞ্জিৎ এবং তাপস পাল। এঁদের মধ‍্যে দুজন আর ইহলোকে নেই। চিরঞ্জিৎও এক রকম বিদায়ই নিয়েছেন বড়পর্দা থেকে। শুধু প্রসেনজিৎ এখনো ‘ইন্ডাস্ট্রি’ তকমাটা বজায় রেখেছেন।

এ প্রসঙ্গে চিরঞ্জিৎ বলেছিলেন, অনেকে বলে প্রসেনজিৎ একাই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গিয়েছেন ত্রিশ বছর ধরে। তিনি বা অন‍্য অভিনেতারা কি তখন ছিলেন না? চিরঞ্জিতের মতে, এগুলো সবই আসলে প্রচারের আলোয় আসার কৌশল। তবে প্রসেনজিতের সাফল‍্য বা স্টারডম নিয়ে কোনো দ্বিমত নেই চিরঞ্জিতের।

এমনি এমনি ‘ইন্ডাস্ট্রি’ তকমা পাননি প্রসেনজিৎ। টলিউডের নাড়ি নক্ষত্র তাঁর নখদর্পণে। চিরঞ্জিৎ আরো জানিয়েছিলেন, প্রসেনজিৎ অত‍্যন্ত ক্ষমতাশালী একজন মানুষ। ইন্ডাস্ট্রিতে তাঁর বিরুদ্ধে কোনো কথা বলা সম্ভব নয়।

তবে চিরঞ্জিৎ মনে করেন, এখন টলিউডে কোনো ‘স্টার’ নেই। কারণ যে অভিনেতা প্রকৃত অর্থেই স্টার তাকে প্রযোজকের পেছন পেছন ঘুরতে হবে না। হাল আমলে দেব বা জিৎকে স্টার বলা যায় না, কারণ তাঁরা নিজেরাই নিজেদের ছবির প্রযোজনা করেন। চিরঞ্জিৎ নিজে অবশ‍্য স্টারডম পেয়েও সেটা ধরে রাখতে পারেননি বলে স্বীকার করেন। সেই সঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর উদ্দেশেই তাঁর কটাক্ষ, যিনি শুটিং সেটে সময় মতো পৌঁছাতে পারেন না তাঁকে স্টার বলা যায় না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর