বাংলায় ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! এবার মালদহ থেকে গ্রেফতার ব্যবসায়ী

বাংলাহান্ট ডেস্ক : এবার পাহাড় প্রমাণ নগদ টাকার সন্ধান মিলল এক মাছ ব্যবসায়ীর বাড়িতে। মালদহের গাজোলে রবিবার এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিআইডি অফিসারেরা এই মৎস্য ব্যবসায়ের বাড়িতে হানা দিয়ে উদ্ধার করেছে এক কোটি টাকারও বেশি নগদ। উদ্ধারকৃত টাকা গোনার জন্য নিয়ে আসা হয় ব্যাঙ্কের মেশিন।

পেশায় মৎস্য ব্যবসায়ী জয়প্রকাশ সাহা গাজোলের ঘাকশোল এলাকার বাসিন্দা। সিআইডির একটি দল রবিবার দুপুর বারোটা নাগাদ তার বাড়ি পৌঁছায়। সিআইডি সূত্রে জানা গেছে সেই অভিযানে ওই মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা গোনার জন্য নিয়ে আসা হয় ব্যাঙ্কের যন্ত্র।

সূত্রের খবর, জয়প্রকাশ সাহার বাড়ি থেকে ১ কোটি ৩৯ লক্ষ টাকার মতো নগদে উদ্ধার করা হয়েছে। সিআইডির অভিযানে টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে জয়প্রকাশের বাড়ির সামনে জড়ো হন বহু উৎসুক জনতা। নিরাপত্তার জন্য বাড়ির চারপাশে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তদন্ত চলাকালীন কাউকেই বাড়ির মধ্যে ঢুকতে দেওয়া হয়নি।

jpg 20220904 172406 0000

সিআইডি সূত্র মারফত জানা গেছে, জয়প্রকাশ সাহা নামে এই মৎস্য ব্যবসায়ী সীমান্তে মাদক কারবারের সঙ্গে যুক্ত। নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিআইডির এসএস আনিস সরকার জানিয়েছেন, “আজ সকালে গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর এই মৎস্যজীবীর বাড়িতে তল্লাশি চালানো হয়। আমরা জানতে পেরেছি উদ্ধারকৃত টাকা মূলত মাদক বিক্রির (ফেনসিডিল) টাকা। আমাদের কাছে খবর ছিল যে এখানে বিপুল পরিমাণ টাকা আছে। আমরা টাকা বাজেয়াপ্ত করব। তবে জয় প্রকাশ সাহা মাদক পাচারের সাথে সরাসরি যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হবে। আমরা একটি মামলা দায়ের করার পর তদন্ত শুরু করব। এখনো বেশ কিছু তথ্য আমাদের কাছে আছে। এই মাদক ঠিক কোথা থেকে পাচার হতো সেটিও তদন্ত করে দেখতে হবে। জয় প্রকাশকে আপাতত আমরা নিজেদের হেফাজতে নেব।” ইতিমধ্যে সেই মৎস্যব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর