ঢুকতে পারছে না পুলিশ! মৃত কমপক্ষে ১২! তৃণমূল নেতা খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট

বাংলা হান্ট ডেস্কঃ পানিহাটি ও ঝালদায় দুই কাউন্সিলর খুনের পরেও বাংলায় কমেনি রাজনৈতিক হত্যালীলা। গতকালই বীরভূমের রামপুরহাটে খুন হয়েছে আরেক নেতা। তৃণমূলের দাপুটে নেতা তথা উপ প্রধান ভাদু শেখকে খুন করার জন্য রামপুরহাটের জনবহুল এলাকায় সোমবার সন্ধ্যায় মুহুর্মুহ বোমাবাজি হয়।

বোমার আঘাতে ভাদু শেখ আহত হলে তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ভাদু শেখের মৃত্যুর পরেও কমেনি উত্তেজনা। অনবরত চলতে থাকে বোমাবাজি।

ভাদু শেখের খুনের পর এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এরেপরেই রাতে গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। প্রাপ্ত খবর অনুযায়ী, এই ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে আর অধিকাংশই মহিলা।

একজনার অগ্নিদগ্ধ দেহ রামপুরহাটে নিয়ে যাওয়া হয়। বাকিদের দেহ লোপাট করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীদের অভিযোগ, অশান্তি এতটাই বেড়ে গিয়েছে যে, এলাকায় পুলিশও ঢুকতে পারছে না।

জানা গিয়েছে যে, কলকাতা থেকে রামপুরহাটের বগটুই গ্রামে CID টিম তদন্তের জন্য যাচ্ছে। অন্যদিকে, পুলিশও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে প্রাথমিক তদন্তে নেমেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর