রোজার সময় একমাস জল খান না মুসলিমরা! কুর্নিশ জানিয়ে মমতা বললেন, ‘একদিন উপোস করলে তিনদিন খাই’

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছরের মতো এবারও রেড রোডের নামাজের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক মাস রোজা পালনের পর আজ খুশির ঈদে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আজ রেড রোডের ঈদের অনুষ্ঠান (Red Road Eid Program) মঞ্চ থেকে তাঁদের কুর্নিশ জানালেন তৃণমূল সুপ্রিমো।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি যদি একদিন উপোস করেন তাহলে তাঁকে তিনদিন খেতে হয়। এদিকে যারা রোজা পালন করেন তাঁরা ভোরে উঠে জলপান করেন। এরপর সারা দিন জল না খেয়ে থাকেন। ফের সন্ধ্যাবেলায় জলপান করেন তাঁরা। বিষয়টিকে ‘বড় দৃষ্টান্ত’ আখ্যা দেন মমতা।

তৃণমূল (TMC) নেত্রী বলেন, ‘এক মাস রোজা পালন করার পর, রমজান মাস পালন করে এভাবে ঈদ পালন করাটা একটা বড় দৃষ্টান্ত। এটা খুবই বড় একটা বিষয়। আমি যদি একদিন উপোস করি তাহলে আমায় তিনদিন খেয়ে হয়। আর আপনারা সকাল থেকে সন্ধ্যা অবধি, যতক্ষণ না উপোস ভাঙছেন ততক্ষণ জলপান করেন না’।

আরও পড়ুনঃ দলবদল করাতে ভয়ঙ্কর কাণ্ড! BJP নেতার ছেলেকে কিডন্যাপ TMC-র! ভোটের আগেই উত্তপ্ত ডায়মন্ড হারবার

এদিন রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা জানান, তিনি ভেবেছিলেন হয়তো বুধবার ঈদ পড়বে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে তাঁর বেশ কিছু কর্মসূচি আছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে রেড রোডের অনুষ্ঠানে না এসে থাকতে পারেন না তিনি। সেই কারণে ব্যস্ততার মাঝেও ঠিক সময় বের করে নিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা হল আল্লাহের আশীর্বাদ। প্রত্যেকে আল্লাহের দোয়া চান। তবে সবার পাওয়ার সৌভাগ্য হয় না। যারা সৎ হন, তাঁরা পান। যারা সৎ হন না, তাঁরা পান না’। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

mamata banerjee eid celebration

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা। এই বিশেষ উৎসবে ঐক্য, সহানুভূতি এবং শান্তির চেতনা আরও ছড়িয়ে পড়ুন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ঈদ মোবারক’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর