মাঝরাতে মহিলাদের বাড়ি গিয়ে অত্যাচার! ওরা ইজ্জত বাঁচাবে না? NIA পেটানোর সাফাই মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ইডির ওপর NIA! ভোটের মুখের ফের হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। শুক্রবার রাতে ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে সেখানে গিয়েছিল NIA-র গোয়েন্দারা। জানা যাচ্ছে, দুই তৃণমূল (TMC) নেতাকে আটক করে গাড়িতে তোলার সময় তাঁদের ওপর হামলা করা হয়। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তিনি দাবি করলেন, ‘আসলে হামলা করেছে NIA’।

লোকসভা নির্বাচনের মুখে ২০২২ সালের ভূপতিনগর বিস্ফোরণ মামলা (Bhupatinagar Blast Case) নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি NIA। গতকালও প্রায় দু’বছর পুরনো এই মামলার তদন্তে ভূপতিনগর গিয়ে হামলার মুখে পড়েন তদন্তকারী আধিকারিকরা। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, মহিলারা কারোর ওপর হামলা করেননি,বরং আসলে হামলা করেছে NIA (National Investigation Agency)।

শনিবার বালুরঘাটের সভা থেকে মমতা বলেন, ‘ওখানে (ভূপতিনগর) মহিলারা হামলা করেননি। এনআইএ হামলা করেছে। মাঝরাতে যদি মহিলাদের বাড়ি গিয়ে অত্যাচার করা হয়, তাহলে কি মহিলারা হাতে শাঁখা, বালা পড়ে বসে থাকবেন? তাঁরা নিজেদের ইজ্জত বাঁচাবে না?’

আরও পড়ুনঃ মহুয়াকে হারাতে প্রার্থী! রানিমা অমৃতার মাথায় ‘কার হাত’? হঠাৎ সব ফাঁস করে দিলেন শুভেন্দু

এখানেই না থেমে তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো বলেন, ‘কবে, কোথায় মেদিনীপুরে একটা চকোলেট বোমা ফেটেছে, সেটার তদন্ত করতে ভোটের আবহে মধ্যরাতে NIA-কে ছুটে আসতে হল?’ আজ নিরপেক্ষা নির্বাচন কমিশনের দাবিতেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপির কমিশন নয়, আমরা নিরপেক্ষ কমিশন চাই’।

mamata banerjee on bhupatinagar nia attack

বালুরঘাটের সভামঞ্চে দাঁড়িয়ে ভোটের মুখে তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেফতার করার তীব্র নিন্দা করেন মমতা। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়েও সরব হতে দেখা যায় তাঁকে। একইসঙ্গে নাম না করে রাজ্য বিজেপির দুই নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘বাংলার টাকা আপনারা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার। আপনারা বাংলার কুলাঙ্গার। উত্তরবঙ্গের ভালো চান না আপনারা। দক্ষিণবঙ্গের উন্নয়নও আপনারা চান না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর