‘আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমায় ভয় পায়! রেড রোডে ইদের অনুষ্ঠানে চনমনে মেজাজে মমতা

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর রেড রোডের নমাজের অনুষ্ঠানে যান, এবারও তার অন্যথা হল। বৃহস্পতিবার সকালে রেড রোডের মঞ্চ থেকে জনসাধারণকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও সুর চড়ালেন তিনি।

এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ‘ঘৃণা করতে আমরা জানি না। ঘৃণাভাষণ চাই না। ভাগ বাঁটোয়ারা হোক আমরা চাই না। জাতীয় নাগরিকপঞ্জি, সংশোধিত নাগরিকত্ব আইনও আমরা চাই না। সবাই একসঙ্গে থাকুক এটাই আমরা চাই। তবে আমরা জুলুম সহ্য করব না। আমরা যদি এক থাকি কেউ কিছু করতে পারবে না। যতক্ষণ আমরা বেঁচে আছি, ততক্ষণ মৃত্যুতে কোনও ভয় নেই’।

এরপরেই মমতা বলেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমায় ভয় পায়’। রাজ্যে লোকসভা নির্বাচন (Lok Sabha Election) প্রায় এসেই গিয়েছে। মেরেকেটে সপ্তাহখানেক পর বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ মনে করছেন অনেকেই।

আরও পড়ুনঃ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, তোলপাড় রাজ্য রাজনীতি! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

এবারের ঈদের (Eid) অনুষ্ঠানকে ‘শত্রুদের বিরুদ্ধে ঈদ’ বলেও অভিহিত করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘এটা খুশির ঈদ। শত্রুদের বিরুদ্ধে ঈদ। এটা হল সাহসের ঈদ। জীবনে এগিয়ে যাওয়ার ঈদ। আমাদের সাহস জোগানোর ঈদ। একমাস ধরে রোজা পালন করার পর এভাবে ঈদ উদযাপন সত্যিই একটা দৃষ্টান্ত। একদিন যদি আমরা উপোস করি, তাহলে তিনদিন খেতে হয়। আপনারা এক মাস ধরে রোজা করেন’।

এদিন সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি নিয়েও সুর চড়ান মমতা। তৃণমূল নেত্রী বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে কিনা তা নিয়ে অনেকের মনে হয়তো প্রশ্ন আছে আমরা জানি। অভিন্ন দেওয়ানি বিধিও আবার আসছে। আমরা তা মানব না। গায়ের জোরে আমরা মানব না। আবার জিজ্ঞেস করছে আপনি কীভাবে নাগরিক হলেন? আপনারা নাগরিক কিনা আগে সেটা বলতে বলুন’।

mamata banerjee red road eid program

মমতা জানান, তিনি ভেবেছিলেন বুধবার ঈদ পড়বে। আজ উত্তরবঙ্গে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও রেড রোডের অনুষ্ঠানে না এসে থাকতে পারেননি। মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা আল্লাহের আশীর্বাদ। প্রত্যেকে আল্লাহের দোয়া চান। কিন্তু সবার পাওয়ার সৌভাগ্য হয় না। যারা সৎ হন, তাঁরা পান। যারা সৎ হন না, তাঁরা পান না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর