এবার আর পয়সার অভাবে আটকাবে না কারও পড়াশোনা, গ্যারেন্টার খোদ মুখ্যমন্ত্রী! ঘোষণা মমতার

বাংলাহান্ট ডেস্ক : উচ্চশিক্ষায় আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু করেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবার তিনি রীতিমত ‘গ্যারেন্টার’ হিসাবে আত্মপ্রকাশ করলেন। ভবিষ্যতে ছাত্রছাত্রীদের অর্থের অভাবে যাতে পড়াশোনা বন্ধ না হয়ে যায় দিলেন সেই গ্যারান্টি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের রাজ্য সরকারের তরফ থেকে আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয় মিলন মেলা প্রাঙ্গণে। সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এমন বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী আজ কথা বলেন কৃতী ছাত্র-ছাত্রীদের সাথে। তাদের সাথে ছবিও তোলেন তিনি।

কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে আজ যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি সেই চিঠিগুলি পড়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দেড় হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৫০ হাজার ছাত্রছাত্রীকে।

সেই অনুষ্ঠান মঞ্চ থেকে তার বক্তব্য, “অভিনন্দন সকল বোর্ডের পরীক্ষার্থীদের। আমাদের কৃতীরা বিশ্বের গৌরব। অনেক পরিশ্রম করেছেন তারা। কষ্টের মধ্যে দিয়ে সাফল্যের মুখ দেখেছেন। বেশ কিছু চিঠি পেয়েছি আমি। আমি তাদের বলেছি পয়সার জন্য তাদের পড়াশুনা আটকাবে না। আমি গ্যারেন্টার।”

উচ্চ মাধ্যমিক পাস করার পর যেকোনো পড়ুয়া উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পড়াশোনার পথে অর্থ যেন কোনো রকম ভাবে বাধা হয়ে না দাঁড়ায় সেই কথাই আজ বারবার বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য,”শিক্ষায় কোনো রকম ভাবে অর্থ বাধা হয়ে দাঁড়াবে না।”

student internship scheme

মমতার কথায়, “স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কম সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। তার গ্যারেন্টার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইউজিসি নতুন নিয়ম করেছে চার বছরে স্নাতক পড়াতে হবে। এরপর এক বছরে কমপ্লিট করা যাবে স্নাতকোত্তর। জাতীয় ক্ষেত্রে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর