অবশেষে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে নির্বাচনী প্রচারের শেষ বেলায় অবশেষে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নন্দীগ্রামের টেঙ্গুয়ায় একটি সভা করার সময় জাতীয় সঙ্গীত গাইবেন বলে নিজেই হুইলচেয়ার ছেড়ে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করনে তৃণমূল নেত্রী। এরপর তিনি নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। ওনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন দোলা সেন, সুব্রত বক্সীরা।

সকলের মাথায় ছিল চিন্তার ভাঁজ। কিন্তু সবাইকে নিজে থেকেই আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। বলেন, একটু চেষ্টা করি না। এরপর কার্যত এক পায়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান মমতা বন্দ্যোপাধ্যায়।

১০ মার্চ হলদিয়ায় মনোনয়ন জমা দিয়ে নন্দীগ্রামে এসে একের পর এক মন্দিরে গিয়ে পুজো দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বিরুলিয়া বাজারে প্রচার চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। ওনার পায়ে গুরুতর আঘাত লেগেছিল। বুকেও ব্যথা করছিল। এরপর ওনাকে তড়িঘড়ি গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে কলকাতায় এনে SSKM-এ ভর্তি করানো হয়। হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে ১২ মার্চ বের হন মুখ্যমন্ত্রী। আর তারপর থেকে তিনি হুইলচেয়ারে করেই প্রচার চালিয়ে যাচ্ছেন।

mamata stands

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর