চরমে কয়লা সঙ্কট! ভয়াবহ পরিস্থিতি রুখতে বড় পদক্ষেপ ‘কোল ইন্ডিয়া”র

বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে চরমে উঠেছে কয়লা সঙ্কট। এই সঙ্কট থেকে মুক্তির উপায় কী তা নিয়ে বহুদিন ধরে চিন্তাভাবনা চললেও মেলেনি কোনওই উপায়। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, যে কোনও সময়েই এক নিমেষে অন্ধকার হয়ে যেতে পারে দেশ। এবার এহেন সঙ্কট থেকে পরিত্রাণ পেতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। জানা যাচ্ছে যে দেশের কয়লাসঙ্কট রুখতে জ্বালানি বাইরের দেশগুলি থেকে এবার আমদানি করবে কেন্দ্রীয় সরকারের অধিনস্থ সংস্থা কোল ইন্ডিয়া। পুনর্নবীকরণযোগ্য শক্তির সঙ্কটের ফলেই এহেন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও রয়টার্স সূত্রে খবর।

বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদক সংস্থা হল কোল ইন্ডিয়া। এতদিন অবধি পরিস্থিতি যথেষ্ট ভালো থাকার ফলে বিগত বেশ কয়েক বছরে কয়লা কিংবা জ্বালানি কিছুই আমদানি করার প্রয়োজন পড়েনি ভারতের। কিন্তু গত এক বছর ধরে জ্বালানি সমস্যায় জর্জরিত ভারত। গতএপ্রিলেও দেশজুড়ে কয়লা সঙ্কট এমন জায়গায় পৌঁছায় যে মারাত্মক বিদ্যুৎ সঙ্কট দেখা দেয় একাধিক রাজ্যে। বিগত ৬ বছরের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের রেকর্ড ভেঙেছে ২০২২ সালেই। এবার এই সমস্ত পরিস্থিতি এড়াতেই জ্বালানি আমদানির পথে কেন্দ্র সরকার।

এই কয়লা রপ্তানির ব্যাপারে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক। সেই চিঠিতে বলা হয়েছে কোল ইন্ডিয়া ‘গভর্মেন্ট টু গভর্মেন্ট’ ভিত্তিতেই কয়লা আমদানি করবে। অর্থাৎ আমদানিকৃত কয়লা সরাসরি বিভিন্ন রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্র গুলিতে সরবরাহ করা হবে।

IMG 20210708 182442

প্রতিনিয়ত আরও খারাপ হয়ে চলেছে দেশের কয়লা পরিস্থিতি। প্রতিটি রাজ্যের তরফেই জানানো হয়েছে যে রাজ্যগুলি নিজেদের মতন করে আলাদা আলাদা টেন্ডার ডাকলে বিষয়টি আরও জটিল হয়ে উঠবে। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা কোল ইন্ডিয়াকেই একযোগে রাজ্যগুলির জন্য টেন্ডার ডাকার আবেদন জানিয়েছে রাজ্যগুলির সংশ্লিষ্ট দপ্তর। সেই মতন এই সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া। এবার এই নতুন পদক্ষেপে কি মিটবে সমস্যা নাকি আরও খারাপ হতে চলেছে পরিস্থিতি, তাই নিয়েই উঠছে প্রশ্ন।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর