কবে হাজিরা দিতে পারবেন! কয়লা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরাকে প্রশ্ন ইডি’র

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ও প্রাথমিক টেট দুর্নীতি মামলার মধ্যেই আবার মাথাচাড়া দিয়ে উঠল কয়লা পাচার কাণ্ড। অতীতে একাধিকবার দিল্লির ইডি অফিসে তলব করা হয় তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে আর এবার কলকাতার অফিসে হাজিরা দেওয়ার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়লা পাচার কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর থেকে সিবিআই দ্বারা ক্রমশ তদন্তের জাল গুটিয়ে আনা হয়। তাদের পক্ষ থেকে অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে, মামলার তদন্তভার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দেওয়া হলেও তাদের তলব একাধিকবার এড়িয়ে যান রুজিরা। করোনা মহামারীর সময় দিল্লির ইডি অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও দুই সন্তানকে কলকাতায় ফেলে যাওয়ার ব্যাপারে অসম্মতি জানান তিনি। যদিও তা নিয়ে কম জলঘোলা হয়নি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এরপর দিল্লি হাইকোর্টে যান অভিষেক এবং তাঁর স্ত্রী। যদিও সেখানে কাজ না হলে অবশেষে সুপ্রিম কোর্টে যান তাঁরা। তাদের দাবি একটাই, দিল্লির পরিবর্তে কলকাতার অফিসে যেন জিজ্ঞাসাবাদ করা হয়।

অবশেষে সুপ্রিমকোর্ট তাঁদের সেই অনুমতি দেয়। তবে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও বিরত থাকেন তাঁর স্ত্রী। অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা এবার প্রশ্ন  ছুঁড়ে দেওয়া হল, “ইডি অফিসে কবে আসতে পারবেন?”

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে নাম থাকার ফলে বিগত দেড় বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে একাধিকবার তলবের মুখে পড়তে হয়। যদিও তৃণমূল কংগ্রেস এটিকে বিজেপির ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করে। অতীতেও রুজিরা এবং তাঁর পরিবারের একাধিক সদস্যকে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। তবে এতদিন পর্যন্ত ইডির তলব এড়িয়ে এসেছিলেন তিনি আর এবার তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর