কয়লাকাণ্ডের জের! ফের মলয় ঘটককে তলব ED-র, ডাক পড়লো অনুপ মাজিরও, এবার কী তবে গ্রেফতার?

বাংলা হান্ট ডেস্কঃ সম্ভাবনাই সত্যি হল। পূর্বাভাস ছিল ফের পড়বে ডাক। আর তাই হল। কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) ফের আইন মন্ত্রী মলয় ঘটককে (Molay Ghatak) তলব করল ইডি (ED)। সূত্রের খবর আগামী ২৬ জুন, সোমবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আইনমন্ত্রীকে।

প্রসঙ্গত পূর্বে ১৯ জুন মন্ত্রীকে তলব করেছিল ইডি। তবে পঞ্চায়েত ভোটের জেরে বেজায় ব্যস্ত রয়েছেন বলে হাজিরা এড়িয়ে যান তিনি। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে আরও কিছুটা সময় চেয়েছিলেন মন্ত্রী। কিন্তু, দিন চারেক যেতে না যেতেই ফের ইডির দুয়ারে ডাক পড়লো মলয়বাবুর।

পূর্বের হাজিরায় না গিয়ে মন্ত্রীমশাই গোয়েন্দা সংস্থাকে জানিয়েছিলেন , সামনে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। হাতে মাত্র কিছুদিনের সময়। বর্তমানে তিনি প্রচারের কাজে জেলা সফরে ব্যস্ত। তাই এই মুহূর্তে দিল্লি (Delhi) যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে মন্ত্রীকে সময় দিতে নারাজ গোয়েন্দারা।

অন্যদিকে জানিয়ে রাখি, কয়লাকাণ্ডে আগামী বৃহস্পতিবার, অনুপ মাজিকেও (Anup Majhi) তলব করেছে ইডি। আগামী ২৯ জুন অনুপ মাজি ওরফে লালাকে নয়াদিল্লিতে তলব করেছেন ইডির অফিসাররা। যা নিয়ে রীতিমতো শোরগোল বঙ্গ জুড়ে। সূত্রের খবর, কয়লাকাণ্ডে লেনদেনের সমস্ত তথ্য সামনে রেখে আসানসোলের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

moloy ed

প্রসঙ্গত, গত ৫ তারিখ মলয়কে নোটিস পাঠিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। ঘটনাচক্রে সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও তলব করা হয়। জানা যায় , আদালতের নির্দেশ ছিল যে সময় নিয়ে মন্ত্রী মলয় ঘটককে ডাকতে হবে।

প্রথম ২ বার সময় না দিলেও, তৃতীয়বার মেল করলে সময় দেন আইনমন্ত্রী। সেই মতোই ১৯ তারিখ মলয়বাবুকে দিল্লিতে ইডির সদর দফতরে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে পঞ্চায়েত ভোটের আবহে প্রচারে ব্যস্ত থাকায় তিনি দিল্লি পারবেন না বলে জানিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে ইডিকে তদন্তে সাহায্য করার কথাও জানান মন্ত্রী।

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার ইডির তলব এড়িয়েছেন রাজ্যের মন্ত্রী। এই আবহেই তলব এড়ানোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর। এরপর কী তবে সোজাসুজি গ্রেফতার? মন্ত্রীকে ঘিরে এখনও এই জল্পনাও তৈরী হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর