SBI-র সিন্দুক থেকে গায়েব ১১ কোটি টাকার কয়েন! তদন্তে নামল CBI

বাংলা হান্ট ডেস্ক: গায়েব হয়ে গেছে কোটি কোটি টাকার বিপুল কয়েন, তাও আবার খোদ ব্যাঙ্কের ভল্ট থেকেই! অবাক করা এই ঘটনায় এবার তদন্তে নামল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। জানা গিয়েছে যে, রাজস্থানের মেহন্দিপুর বালাজিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) একটি শাখার ভল্ট থেকে প্রায় ১১ কোটি টাকার কয়েন গায়েব হওয়ার প্রসঙ্গ সামনে এসেছে।

গত সোমবারই সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। পাশাপাশি, স্টেট ব্যাঙ্ক এই বিষয়ে সিবিআই তদন্তের অনুরোধ জানিয়ে রাজস্থান হাইকোর্টে আবেদন করেছিল। কারণ মোট হারিয়ে যাওয়া টাকার পরিমাণ ৩ কোটির বেশি হওয়ায় তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাহায্য চায় কর্তৃপক্ষ।

হাইকোর্টের নির্দেশে, ইতিমধ্যেই সিবিআই রাজস্থান পুলিশের পূর্বে নথিভুক্ত এফআইআরটির দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে। মূলত ব্যাঙ্কের ওই শাখায় কয়েনগুলি গণনা করার সিদ্ধান্ত নেওয়ার পর দেখা যায় যে, ব্যাঙ্কে রাখা নগদ অর্থের সাথে মিলছেনা পরিমাণ। তারপরেই পুরো বিষয়টি সামনে আসে।

জানা গিয়েছে, ব্যাঙ্কের শাখার বই অনুসারে ১৩ কোটি টাকারও বেশি মূল্যের কয়েন গণনা করার জন্য জয়পুরের একটি ব্যক্তিগত বিক্রেতার কাছ থেকে পরিষেবা নেওয়া হয়েছিল। গণনা করে জানা গেছে যে, শাখা থেকে ১১ কোটি টাকার বেশি মূল্যের কয়েন গায়েব হয়ে গিয়েছে। মোট ৩ হাজারটি কয়েনের ব্যাগে প্রায় দুই কোটি টাকা হিসাব করা হয় এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) মুদ্রা রাখার শাখায় সেগুলিকে স্থানান্তরিতও করে দেওয়া হয়।

state bank india sbi 1

পাশাপাশি, এফআইআরে অভিযোগ করা হয়েছে যে, ওই ব্যক্তিগত বিক্রেতার কর্মচারীরা যারা গণনার কাজে যুক্ত ছিলেন তাঁদের ২০২১ সালের ১০ আগস্ট রাতে তাঁরা যে গেস্ট হাউসে থাকতেন সেখানে হুমকিও দেওয়া হয়। পাশাপাশি, কয়েনগুলি গুণতে নিষেধও করা হয় তাঁদের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর