“সোনু নিগম-নেহা কক্কর পাকিস্তানি গায়কের সঙ্গে কনসার্ট করলে দোষ নেই, আমি করলেই দোষ”,বললেন মিকা সিং

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি মিকা পাকিস্তানে শো করতে যাওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করে বলেন,”উনি ৩ অক্টোবর ননকানা সাহিব গুরুদ্বারা দর্শন করতেই সেখানে গিয়েছিলেন ৷ ভিসা পেলে যেতে বাধা কী? ভিসা পেয়েছিলাম বলেই গিয়েছিলাম ৷ কিন্তু পাকিস্তান যাওয়ার জন্য আমি সকলের কাছে ক্ষমতা চাইছি ৷ জনতা, মিডিয়া এবং FWICE সবার কাছে ক্ষমা চাইছি”।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিকা ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ উপর নিজের ক্ষোভ উগরে দেন ৷ বলেন,”সোনু নিগম পাকিস্তানি গায়কের সঙ্গে কনসার্ট করলেন তখন আপনারা কিছু কিছু বললেন না ৷ নেহা কক্করও পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সঙ্গে কনসার্ট করলেন আর আপনারা কিছু বললেন না। শুধুমাত্র পাবলিসিটির জন্যই আমাকে টার্গেট করা হচ্ছে”।

পাকিস্তানে গান গেয়ে মুশকিলে মিকা সিং ৷ ভারত পাক সম্পর্ক বর্তমানে তলানিতে।এরআগেও মিকাকে পাকিস্তানে গিয়ে পাক প্রধানমন্ত্রী পরভেজ মুশারফের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ায় জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। তাদের মতে,দেশের সম্মানকে তুচ্ছ করে শুধুমাত্র টাকার লোভে পাকিস্তান গিয়েছিলেন মিকা ৷ এই নির্বাসন নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷

সূত্রের খবর, ২৮ অগাস্ট USA-তে সলমন খানের সঙ্গে কনসার্ট করতে যাচ্ছেন মিকা ৷ যদিও এনিয়ে এদিন গায়ক কিছুই বলেননি ৷ অন্যদিকে, মিকার ফ্যানেরা ব্যানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

Screenshot 2019 08 22 11 35 07 398 com.android.browser

সম্পর্কিত খবর