‘হিন্দুধর্মে বর্ণ কিংবা জাতিভেদের কোনো জায়গা নেই’, ধর্মীয় সম্প্রীতির সুর RSS প্রধানের গলায়

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোট। আর কয়েক মাসের মধ্যেই দেশে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় নির্বাচন। তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসতে তৎপর বিজেপি (Bharatiya Janata Party), আবার অপরদিকে অন্যান্য দলগুলিও সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে প্রস্তুত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্রমাগত এক নয়া রূপে ধরা দিয়ে চলেছে আরএসএস (RSS) এবং তার প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। হিন্দু রাষ্ট্র নিয়ে মন্তব্য করার পাশাপাশি সংঘ প্রধানের দাবি, “বর্ণবাদ এবং জাতিবাদ নর্দমায় ভাসিয়ে দেওয়া উচিত।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক উল্লেখযোগ্য বক্তব্য বক্তব্য রেখে চলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিশেষজ্ঞদের মতে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এ সকল বক্তব্য তুলে ধরার মাধ্যমে দেশের জনগণকে নিজেদের দিকে টেনে ধরতে চাইছে আরএসএস। সম্প্রতি মুসলিম সম্প্রদায়ের মানুষের বিশ্বাস অর্জন করার স্বার্থে আসরে নামেন ভাগবত। এক্ষেত্রে বেশ কয়েকজন মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি বৈঠকও করেন তিনি আর এবার আরএসএস প্রধানের গলায় ধরা দিল বর্ণভেদ এবং জাতিভেদ প্রসঙ্গ।

গতকাল একটি অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে মোহন ভাগবত বলেন, “হিন্দু ধর্ম যখন থেকে শুরু হয়, তখন সেখানে জাতিভেদ কিংবা বর্ণভেদ প্রথার কোন অস্তিত্ব ছিল না। জাতিভেদ শুরু করা আমাদের পূর্বপুরুষদের ভুল ছিল। সেই ভুল আমাদের মেনে নিতে হবে। এতে কোন রকম আপত্তির কারণ নেই।”

তিনি আরো বলেন, “অতীতে আমাদের পূর্বপুরুষরা যে ভুল করেছে, তা মেনে নিচ্ছি। এর জন্য কখনোই আমরা ছোট হব না। প্রত্যেকের পূর্বপুরুষ দ্বারা ভুল হয়ে থাকে। আমাদের পূর্বপুরুষরাও তা করেছেন।”

mohan bhagwat 2

এক্ষেত্রে হিন্দু ধর্মের কোন বিভেদ কিংবা দ্বন্দ্ব নেই বলেই দাবি করেন ভাগবত। তিনি জানান, “পরবর্তী সময়ে বর্ণ কিংবা জাতি ভেদ নিয়ে কেউ কোনো কথা বললে তা গুরুত্ব দেবেন না। এটা অতীত এবং তা ভুলে যাওয়াই শ্রেয়। মানুষের মাঝে জাতি, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সাম্য বজায় রাখাই লক্ষ্য। এক্ষেত্রে যে সকল জিনিস সমাজে বিভেদ সৃষ্টি করে চলেছে, তা নর্দমায় ভাসিয়ে দেওয়া উচিত।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর