দিল্লী হিংসায় অভিযুক্তদের সমর্থনে ৭০ জন উকিলের টিম নামাল কংগ্রেস, বিনামূল্যে লড়বেন মামলা

বাংলাহান্ট ডেস্কঃ ২৬ শে জানুয়ারির হিংসার ঘটনায় এবার অভিযুক্ত কৃষকদের পাশে দাঁড়ালেন অমরিন্দর সিং (amarinder singh)। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৭০ জন উকিলের একটি টিম বানিয়েছেন, যারা বিনামূল্যে আদালতে ওই সকল দোষী কৃষকদের হয়ে মামলা লড়বেন।

দিল্লীতে চলতে থাকা কৃষক আন্দোলনের মধ্যে প্রজাতন্ত্র দিবসের লাল কেল্লার ঘটনা প্রসঙ্গে অনেকই নিন্দা প্রকাশ করেছেন। ঘটনার জেরে দিল্লীতে ওই এলাকায় বেশকিছুক্ষণ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, কৃষকদের অপদস্তও হতে হয়েছিল।

20200629265L

এই ঘটনার প্রতিবাদে আগামী ৬ ই ফেব্রুয়ারী কৃষকরা ৩ ঘণ্টার জন্য ‘চাক্কা জাম’ অর্থাৎ সড়ক বন্ধের ঘোষণা করেছেন। গত সোমবার কৃষকরা এই ঘোষণা করেছেন।

একদিকে দিল্লী পুলিশ ২৬ শে জানুয়ারির ঘটনায় দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে, অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দোষীদের আইনি সহায়তা দিয়ে সাহায্য করার চেষ্টা করছেন। ৭০ জন উকিলের একটি টিম বানিয়েছেন অমরিন্দর সিং, যারা বিনামূল্যে অপরাধীদের হয়ে আদালতে লড়াই করবে। পাশাপাশি নিখোঁজ হওয়া ব্যক্তিদের জন্য ১১২ নম্বরের একটি হেল্পলাইন ফোন কল চালু করা হয়েছে।

Farmers EPS1220

দিল্লী হিংসার ঘটনায় ৪৪ টি FIR দায়ের করে ১১২ জনকে গ্রেফতারের সমস্ত নথি দেওয়া রয়েছে দিল্লী পুলিশের ওয়েবসাইটে। এদিকে কৃষক সংগঠন জানিয়েছে, তারা ৬ ই ফেব্রুয়ারী দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত রাস্তা অবরোধের ডাক দিয়েছে। তাদের অভিযোগ, ২০২১-২০২২ সালের কেন্দ্রীয় বাজেটে কৃষকদের উপেক্ষা করে তাদের প্রতিবাদের স্থানের জল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে ট্যুইটার অ্যাকাউন্টও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর