ব্যর্থ হয়েছে কংগ্রেস, তৃণমূলকেই চাইছে দেশ, নতুন ভারত গড়তে নেতৃত্ব দেবে বাংলাঃ মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ সর্বভারতীয় স্তরে সকল বিরোধীদের একসঙ্গে নিয়ে বিজেপি বিরোধী দল গড়ার আহ্বান জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। কিন্তু দিল্লী গিয়ে সোনিয়া এবং রাহুল গান্ধীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করে আসার পরও, কেমন যেন উলটো সুর শোনা গিয়েছিল তৃণমূলের গলায়।

নিজে লিডার নয়, ক্যাডার হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে উপনির্বাচনে জয়ের পর, তাঁর মুখেই যেন কিছুটা নেত্রী হওয়ার সুর শোনা গেল। দলীয় মুখপত্রের উৎসব সংখ্যায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘একের পর এক রাজ্য থেকে ডাক আসছে। বাংলাই নেতৃত্ব দিক নতুন ভারত গড়ে তোলার জন্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষ এখন বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে নিয়েই নতুন ভারত গড়ে তোলার স্বপ্ন দেখছেন’।

cm mamata 3

তবে এবিষয়ে কংগ্রেসকে কিছুটা আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অতীতে দেখা গেছে, বিজেপির কাছে কংগ্রেস অনেকবার পরাজিত হয়েছে। গত দুটি লোকসভা নির্বাচনেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। আর দিল্লীতে যদি লড়াই না থাকে, তাহলে মানুষের মনোবল অনেকটাই কমে যাবে এবং বিজেপি কিছুটা বেশি ভোট পেয়ে যাবে। তবে বাংলার নির্বাচনে দেখা গেছে, দিল্লী থেকে ডেইলি প্যাসেঞ্জারি করেও বাংলা দখল করতে পারেনি গেরুয়া শিবির। তৃণমূলেরই জয় হয়েছে’।

আবার মুখ্যমন্ত্রী বলেন, ‘তবে দেশের স্বার্থে সকলকে এক জোট হতে হবে। সেক্ষেত্রে আমরা কখনই কংগ্রেসকে বাদ দিয়ে ভাবছি না। বিরোধী জোটকে শক্তিশালী করতেই হবে’।

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘যেখানেই কংগ্রেস লড়তে চাইছে, সেখানেই তৃণমূল গিয়ে কংগ্রেসের ক্ষতি করছে। কংগ্রেসকে বারবার আক্রমণ করে বিরোধী ঐক্য নষ্ট করতে চাইছে তৃণমূল। দেখবেন, কংগ্রেসকে শেষ করতে তৃণমূল আর আপকে পেছন থেকে ইন্ধন দিচ্ছে বিজেপি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর