ওয়াসীর এলাকায় গিয়ে AIMIM কর্মীদের সাথে বচসায় জড়ালেন কংগ্রেস নেতা, চলল হাতাহাতি

বাংলাহান্ট ডেস্কঃ বন্যা কবলিত তেলেঙ্গানায় (telangana) দুর্গতদের সাহায্য করতে গিয়ে কংগ্রেস ও AIMIM নেতাদের মধ্যেই হাতাহাতি বেঁধে গেল। কংগ্রেসের অভিযোগ, ক্ষতিগ্রস্থ এলাকায় দুর্গত মানুষদের সঙ্গে দেখা করতে যেতে চাইলেও, তাদের সেখানে যেতে দেওয়া হয়নি। পুলিশ এসে রবিবার দুপক্ষের সংঘর্ষের নিষ্পত্তি করে।

কংগ্রেস ও AIMIM নেতাদের মধ্যে বচসা
সূত্র অনুসারে, কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী শব্বির আলী বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সেখানকার ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে দেখা করতে চন্দরঘাট এলাকায় গিয়েছিলেন। তাদের পাশাপাশি সেখানে AIMIM নেতারাও পৌঁছেছিলেন। সেখানে গিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় জোর বচসা। বচসা হাতাহাতিতে গিয়ে পৌছায়। এই পরিস্থিতিতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

উদ্ধার কার্যে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী দল
বর্তমান সময়ে আবহাওয়ার বিরূপতার কারণে ভারী বৃষ্টিপাতের জেরে তেলেঙ্গানার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। মানুষের জীবন যাত্রা বিপন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে চাষের ফসলও। সেখানে স্বেচ্ছাসেবী মানুষেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও সাধারণ মানুষদের উদ্ধার করে চলেছে। কিন্তু সেখানে বন্যা কবলিত মানুষদের দেখতে গিয়েই কংগ্রেস ও AIMIM নেতাদের মধ্যে বিরোধ তুঙ্গে।

তেলেঙ্গানাকে সাহায্য বাংলার
এই প্রাকৃতিক বিপর্যয়ে তেলেঙ্গানায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়ে চলেছে। ঘর বাড়ি ভেঙ্গে পড়েছে, জলের তলায় চলে গিয়ে বিঘা বিঘা চাষের জমি। পাশাপাশি এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ জন মানুষ। সব মিলিয়ে প্রবল সংকটে কাটছে তেলেঙ্গানার জনজীবন। এই পরিস্থিতিতে তেলেঙ্গানার সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করতে ২ কোটি টাকা আর্থিক সাহায্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সাহায্য পেয়ে ধন্যবাদও জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর