BJP-কে হারাতে সমস্ত ত্যাগ স্বীকার! ৮৫টি বদল করে নবরূপে আবির্ভাব কংগ্রেসের

বাংলা হান্ট ডেস্ক : সমাপ্ত হল কংগ্রেসের ৮৫তম পূর্ণাঙ্গ অধিবেশন (Congress Plenary Session)। এই অধিবেশনে দলীয় সংবিধানে ৮৫টি সংশোধন এনেছে জাতীয় কংগ্রেস। এরই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বেশ কিছু পদক্ষেপ করার কথা ঘোষণা করেছে কংগ্রেস।

এই অধিবেশনে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কংগ্রেস। ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি ঠিক করেছে দলিত, আদিবাসী, ওবিসি, মহিলা, সংখ্যালঘুদের ওয়ার্কিং কমিটি এবং দলের অন্যান্য পদে ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। এরই সঙ্গে কংগ্রেস ‘যৌথভাবে’ বিরোধীদের একজোট করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। কংগ্রেসের প্রস্তাবে দাবি করা হয়েছে, ‘বিরোধী দলগুলির এই যৌথ প্রয়াস ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত দরকারি।’

এদিকে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার গঠন করলে উত্তর-পূর্বের রাজ্যগুলি, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। কংগ্রেস আরও জানিয়েছে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে ২০২৪ সালের জন্য ‘ভিশন ডকুমেন্ট’ তৈরি করবে দল। সেখানে থাকবে দারিদ্র্য দূরীকরণ, মহিলাদের ক্ষমতায়ন, জাতীয় নিরাপত্তা, বেকারত্ব দূর করা বিষয়গুলি। এই বিষয় নিয়ে আম জনতার মতামত নেবে কংগ্রেস।

congress 2

কংগ্রেসের দাবি তারাই একমাত্র দল, যারা দেশকে যোগ্য এবং নির্ণায়ক নেতৃত্ব দিতে পারবে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে হারাতে যেকোনও রকম ত্যাগ স্বীকার করতে তাঁরা প্রস্তুত। বিজেপিকে হারানোর লক্ষ্য অর্জনের জন্য সমমনা ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে চিহ্নিত করে একত্রিত করতে সব রকম চেষ্টা করা হবে বলে দাবি করেছে কংগ্রেস।

২০২৪ সালে লোকসভা নির্বাচন। সাংগঠনিকভাবে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই শতাব্দী প্রাচীন দলটি। এই পরিস্থিতিতে রাইপুরে বসেছে কংগ্রেসের ৮৫তম পূর্ণাঙ্গ অধিবেশন। সেখানে ১৫ হাজারের বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন। অধিবেশনে লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে পারে কংগ্রেস নেতৃত্ব। এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দল কীভাবে চলবে, বিরোধীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে কি না বা লড়লে কোন কোন দলকে সঙ্গে নেবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে অধিবেশনে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর