জাতীয় সঙ্গীত লিখেছেন অরিজিৎ, রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী! ‘রোডিজ’এর অডিশনে উপচে পড়ল প্রতিযোগীদের জ্ঞান ভাণ্ডার

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশন জগতে যেকটি নন ফিকশন শো এখন সম্প্রচারিত হচ্ছে তাদের মধ্যে অন্যতম ‘রোডিজ’ (Roadies)। বেশ কয়েক বছর ধরে চলতে থাকায় অনেকগুলো সিজন পার করে ফেলেছে এই শো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চারের নেশায় রোডিজের অংশ হন প্রতিযোগীরা। তবে এবারের সিজন আরো বেশি আলোচ্য কিছু বিশেষ কারণে।

এই সিজনে অন্যতম গ্যাং লিডারের ভূমিকায় রয়েছেন সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। এছাড়াও এবারের রোডিজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন বাংলার স্যান্ডি সাহা। বছর কয়েক আগে রোডিজের প্রতিযোগী হয়েছিলেন তিনি। এতটাই জনপ্রিয়তা বেড়েছিল তাঁর যে এবার শোয়ের সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন স্যান্ডি।

Sandy

ইতিমধ্যেই শোয়ের অডিশন পর্ব শুরু হয়ে গিয়েছে। ক্যামেরার পেছনের নানান কর্মকাণ্ড, প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তা দর্শকদের জন্য তুলে ধরছেন স্যান্ডি। সম্প্রতি দিল্লির অডিশনে গিয়ে কয়েকজন প্রতিযোগীকে কিছু প্রশ্ন করতে দেখা গিয়েছে তাঁকে। আর তাঁদের সাধারণ জ্ঞানের বহর দেখে কার্যত মাথায় হাত পড়ার জোগাড় নেটিজেনদের।

রামায়ণ, মহাভারত থেকে কিছু সাধারণ প্রশ্নের পাশাপাশি দেশের রাষ্ট্রপতি, জাতীয় সঙ্গীত রচয়িতা, জাতীয় ফুলের মতো বিষয় নিয়ে প্রশ্ন করতে দেখা যায় স্যান্ডিকে। কিছু অতি সাধারণ প্রশ্নের উত্তর দিতে গিয়েই গলদঘর্ম অবস্থা কয়েকজনের। স্যান্ডির প্রথম প্রশ্ন ছিল, মহাভারত কে লিখেছেন?

roadies 1

কেউ উত্তর দিলেন শ্রীকৃষ্ণ, কেউ বললেন মহর্ষি বাল্মিকী, কারোর আবার দাবি, মহাভারতের মুখ্য চরিত্র রাম, তাই তিনিই লিখেছেন। পঞ্চ পাণ্ডবদের নাম জিজ্ঞাসা করলে উত্তর এল, বিষ্ণু, ব্রহ্মা গণেশ, শ্রীকৃষ্ণ, হনুমান। মহাকাব্য ছেড়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করলে তাতেও মাথা চুলকাতে দেখা গেল দিল্লির প্রতিযোগীদের।

কারোর মতে, জাতীয় সঙ্গীতের রচয়িতা অরিজিৎ সিং, কারণ তিনিই এখন ট্রেন্ডিংয়ে। অন্যদিকে বন্দেমাতরম লিখেছেন প্রীতম। ভারতের সংবিধান কে লিখেছেন? প্রশ্ন করতে উত্তর এল, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই শেষ নয়। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে, এর উত্তরে একজন বলে উঠলেন মোদীজি! তরুণ প্রতিযোগীদের শিক্ষার বহর দেখে বিষম খাওয়ার জোগাড় খোদ স্যান্ডিরও।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর