মাধ্যমিক পরীক্ষার মধ্যেই মাইক বাজিয়ে নাচ, গান তৃণমূলের সায়ন্তিকার! মেলার উদ্বোধন ঘিরে ক্ষোভে জনতা

বাংলা হান্ট ডেস্ক : গত বৃহস্পতিবার থেকেই গুসকরা (Guskara) পুর উৎসবের সূচনা হয়েছে। উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। অনুষ্ঠানের প্রথম দিনই মঞ্চ মাতাতে গোটা এলাকাজুড়ে বাজানো হল মাইক। আর এবার তা নিয়েই শুরু হল জোর জল্পনা।

সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) মাঝে এভাবে তারস্বরে মাইক বাজানোর বিরোধীতা করেন স্থানীয় মানুষজন। এই শব্দবাজির জেরে ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্যা হচ্ছিল বলে জানাচ্ছিল স্থানীয় মানুষজন। আর এবার এই বিষয়টা নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠল বিরোধীরাও।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও গুসকরায় শুরু হয় রটন্তিকালীর পুজো ও মেলা। পুজো উপলক্ষে মেতে ওঠে স্থানীয় মানুষজন। অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা। অতিথি হিসেবে ডাকা হয় সায়ন্তিকাকে। প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ মঞ্চে আসেন অভিনেত্রী। প্রায় এক ঘন্টার মত মঞ্চ মাতিয়ে রাখেন তিনি। নাচ গানে জমে ওঠে আসর। ওদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কপালে চিন্তার ভাঁজ।

এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “তৃণমূল কংগ্রেসের কোনও শৃঙ্খলা নেই। ওরা আইনের শাসন মানে না। ওদের কাছে এ সবই আশা করা যায়। সায়ন্তিকার মতো এক জন নাম করা তৃণমূল নেত্রী কী ভাবে এই কাজ করলেন তা-ও বোধগম্য হচ্ছে না।”

1707420661 sayantika

যদিও এই অভিযোগ মানতে নারাজ গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়। সাফাই গাইতে গিয়ে তিনি বলেন, “আমরা শব্দবিধি মেনেই অনুষ্ঠান করছি। মাধ্যমিক পরীক্ষার বিষয় আমাদের মাথাতেও আছে। যে জায়গায় অনুষ্ঠান হচ্ছে সেটির ৫০০ মিটারের মধ্যে কোনও জনবসতি নেই। বিরোধীরা অযথা অপপ্রচার করছে।” একই সাথে তিনি এটাও বলেন যে, অনুষ্ঠানের জন্য সব নিয়ম মানা যায়না। একটু আধটু নিয়মভঙ্গ হয়েই যায় এবং অনুষ্ঠানে একটু আধটু মাইকেরও দরকার পড়ে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর