মেধাতালিকায় থাকা সকলকে নিয়োগের আশ্বাস! ‘মানবিক’ অভিষেকের বার্তায় খুশি SSC চাকরিপ্রার্থীরা

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে, এসএসসি (SSC) চাকরি প্রার্থীদের আন্দোলন এবং এই সংক্রান্ত ইস্যুতে তোলপাড় গোটা বঙ্গ রাজনীতি। প্রতিদিন একের পর এক নয়া বিতর্ক খবরের শিরোনামে এসে চলেছে। এর মাঝে এদিন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, বৈঠকটি বেশ ইতিবাচক হয়েছে এবং বর্তমানে হাসিখুশি ও স্বস্তিতেই দেখা গিয়েছে আন্দোলনকারীদের। ফলে আগামী দিনে আন্দোলন চলা প্রসঙ্গেও বিভিন্ন মহলে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন এবং এই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ‘অ্যাকশন’-এর মাধ্যমে তোলপাড় গোটা বাংলা। এসএসসি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থের পাশাপাশি একাধিক সোনা গয়না এবং বিদেশি মুদ্রা পাওয়ার ঘটনায় এসএসসি মামলার যোগ রয়েছে বলে অনুমান ইডির। একইসঙ্গে এ সকল ঘটনা সামনে উঠে আসায় ক্ষোভে ফেটে পড়েন সকল আন্দোলনকারীরা। তবে এসকল বিতর্ক মাঝেই এদিন অবশেষে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গতকাল ফোনে কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। এদিন মুখোমুখি বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই সূত্র ধরে এসএসসি আন্দোলনকারীদের মোট আট জন প্রতিনিধি পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক চলার পর শেষমেষ আশ্বস্ত দেখিয়েছে সকলকে। সেই প্রসঙ্গে মত প্রকাশ করে এদিন এসএসসি আন্দোলনের প্রতিনিধি শহিদুল্লা জানান, “২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকায় যারা রয়েছে, তাদের সকলকে চাকরির আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

abhishek meeting

শহিদুল্লা আরো বলেন, “স্যার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) অত্যন্ত মানবিক। আমাদের মধ্যেকার বৈঠকটি বেশি ইতিবাচক হয়েছে। উনি বলেছেন যে, ২০১৬ সালে মেধাতালিকায় থাকা সকলকে চাকরি দেওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা করবেন।” উল্লেখ্য, আগামী ৮ ই আগস্ট বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠকে বসবেন আন্দোলনকারীরা। এক্ষেত্রে আগামী দিনে আন্দোলন চলা প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠে আসলেও এদিন বৈঠকে সে সম্পর্কিত কোন আলোচনা হয়নি বলেই জানান শহিদুল্লা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর