ধর্মান্তকরণ করলেই আর রক্ষে নেই! ক্ষমতায় এসেই বিল আনল ছত্তিসগড়ের বিজেপি সরকার

বাংলা হান্ট ডেস্ক : শীঘ্রই ধর্মান্তরকরণ বিরোধী (Conversion Bill) আইন আনতে চলেছে ছত্তিশগড় সরকার (Government Of Chhattisgarh)। ছত্তিশগড় বিধানসভার চলতি অধিবেশনে ‘বেআইনি ধর্মান্তরকরণ বিল’ পেশ করার চিন্তাভাবনা করছে সরকার। গত শনিবারই মন্ত্রিপরিষদ মন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল বলেন, ছত্তিশগড়ে জোর জবরদস্তি ধর্মান্তকরণের ঘটনা প্রকাশ্যে আসছে। লোভ লালসার ফাঁদে ফেলে সরকারের অজান্তেই মানুষকে ধর্ম বদলানোর জন্য উস্কানো হয়।

ব্রিজমোহন আগরওয়াল এই প্রসঙ্গে জানিয়েছেন, এখনও পর্যন্ত ধর্মান্তকরণের বিরুদ্ধে মোট ৩৪টি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং প্রায় ৩৪০০ টিরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিজেপির দাবি, বাস্তব সংখ্যা এর থেকেও অনেক বেশি। ধর্মান্তকরণের কারণে ছত্তিশগড়ের জনসংখ্যাগত পরিবর্তনের কথাও বলেছেন বিজেপি নেতারা। এইসব কারণেই এবার ধর্মান্তরকরণ বিরোধী আইন আনার কথা ভাবছে ছত্তিশগড় সরকার।

সূত্রের খবর, ছত্তিশগড় ধর্মান্তর বিলের খসড়া সম্পূর্ণ প্রস্তুত। তবে বিধানসভায় চূড়ান্ত উপস্থাপনের আগে এতে কিছু সংশোধনী আনা হতে পারে। এই খসড়ায় বলা হয়েছে, এক ব্যক্তি যদি নিজের ধর্ম বদল করতে চান সেক্ষেত্রে ঐ ব্যক্তিকে নিজের সম্পূর্ণ বিবরণ সহ একটি ফর্ম বা ঘোষণাপত্র পূরণ করতে হবে এবং কমপক্ষে ৬০ দিন আগে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে।

আরও পড়ুন : ‘অস্ত্র মজুদ রয়েছে, পুলিশের উপর হামলা করুন’, আন্দোলনরত কৃষকদের বার্তা পান্নুনের

এরপর পুলিশের কাছে ধর্মান্তরিত হওয়ার আসল কারণ এবং উদ্দেশ্য সবটাই বিশদে জানতে হবে বলে বলা হয়েছে এই খসড়ায়। এই প্রক্রিয়ায় সন্দেহজনক কিছু পাওয়া গেলে ‘ধর্মান্তকরণ তো বাতিল হবেই সেই সাথে জামিন অযোগ্য মামলায় এফআইআর অবধি হতে পারে। খসড়ায় দোষীদের কঠোর শাস্তির বিধানও রয়েছে। এতে ১০ বছর পর্যন্ত শাস্তি এবং ৫০ হাজার টাকা জরিমানা অবধি হতে পারে।

আরও পড়ুন : কংগ্রেসের ঘরে ভূমিকম্প! কমলনাথের পর মনীশ, বিজেপি-তে পা বাড়াচ্ছেন সাংসদ

16 12 2023 vishnu deo sai cover 23606259

অবৈধভাবে অপ্রাপ্তবয়স্ক, মহিলা বা তফসিলি জাতি বা উপজাতির সদস্যদের ধর্মান্তরিত করা হলে দোষীদের সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ দশ বছরের জেল হবে। এর পাশাপাশি কমপক্ষে ২৫,০০০ টাকা জরিমানা করা হবে। বেআইনি গণধর্মান্তরকরণের জন্য ন্যূনতম তিন বছর এবং সর্বোচ্চ ১০ বছরের সাজা এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ধর্মআন্তকরণের শিকার ব্যক্তিকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে

এই প্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, ‘‘গত পাঁচ বছরে ধর্মান্তকরণ বেড়েছে হুহু করে৷ তা আটকাতেই সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে’।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর