‘করোনা এক্সপ্রেস-ই হবে আপনার প্রস্থান পথ’ মমতা ব্যানার্জীকে কটাক্ষের সুরে বিঁধলেন অমিত শাহ

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) পরিযায়ী শ্রমিক, আয়ুষ্মান ভারত থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা নিয়ে নানা রকম ইস্যুতে কটাক্ষের সুরে বিধঁলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মুখ্যমন্ত্রীর ‘করোনা এক্সপ্রেস’ মন্তব্যকে পাল্টা কটাক্ষ করে এদিন অমিত শাহ বলেন, ‘করোনা এক্সপ্রেস-ই হবে আপনার প্রস্থান পথ।’

এদিন মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকেই পাল্টা একহাত নিলেন অমিত শাহ। ‘করোনা এক্সপ্রেস’ মন্তব্যের দাম তাঁকে চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিলেন। তবে বসে নেই তৃণমূলও। এই চ্যালেঞ্জের পরই আসরে নামেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলেন, “ওনারাই তো করোনা এক্সপ্রেস করেছে। যখন ছোট শিশুটির মার মৃত্যু হয়, তখন কী করছিলেন? এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভালো আছেন। তাই এরাজ্য থেকে ট্রেন বাতিল করা হচ্ছে”, বলে দাবি করেন তিনি।

mamata amit

করোনার জেরে দেশজুড়ে লকডাউন চলছে। আর তাতে আটকে পড়েছিল ভিন্ন রাজ্যে আটকে পড়েছিল বহু শ্রমিক। তাদের আনতে ‘শ্রমিক স্পেশাল’ চালানোর কথা মে দিবসের দিন ঘোষণা করেন কেন্দ্র। এরপরই বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্দেশে ট্রেন চালানোর কথা জানায় রেল। অমিত শাহ এদিনের সভায় অভিযোগ করেন, সব রাজ্য যেখানে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছে, সেখানে বাংলার সরকার তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তাঁদের ফিরতে বাধা দিচ্ছে। যেখানে অন্য রাজ্যগুলি একের পর এক ট্রেন চালাচ্ছে, সেখানে বাংলা নামমাত্র হাতেগোনা ট্রেন চালিয়েছে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে কোনও হেলদোল পশ্চিমবঙ্গের সরকারের নেই বলে তোপ দাগেন তিনি।

sromik

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শুরু করার পরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলে উল্লেখ করেছিলেন। এর পরেই সেটা ইস্যু করে ফেলে রাজ্য বিজেপি। এতে শ্রমিকদের অপমান করা হয়েছে বলে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই একই সুর শোনা গেল অমিত শাহর গলাতেও। তিনি এদিন বলেন, রাজ্য সরকারের বাধায় এই রাজ্যে সবথেকে কম শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে। আর ‘করোনা এক্সপ্রেস’ বলে যে শ্রমিকদের অপমান করা হয়েছে সেই ট্রেনে করেই বাংলার মানুষ তৃণমূলকে বাইরে ‌পাঠিয়ে দেবে। অমিত শাহর কথায়, “পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল চালাচ্ছে কেন্দ্র। কিন্তু অবাক করা বিষয় যে ওই ট্রেনকে ‘করোনা স্পেশাল’ বলে কটাক্ষ করেছেন মমতা দিদি। ওই ট্রেনই তৃণমূল সরকারকে এক্সিট রুট দেখাবে।”

সম্পর্কিত খবর