চা, লিট্টি-চোখা খেতে হাসপাতাল থেকে বেমালুম বেরিয়ে পড়ত করোনার রোগী! জানাজানি হওয়ার পর আতঙ্ক গোটা এলাকায়

বাংলা হান্ট ডেস্কঃ ঝাড়খণ্ডের (Jharkhand) দ্বিতীয় করোনা পজেটিভ (Corona Positive) রোগী হাজারিবাগে (hazaribagh) পাওয়া গেছিল। এরপর গোটা হাজারিবাগে আতঙ্কের মহল সৃষ্টি হয়েছিল। কিন্তু এরপর যখন শহরবাসী জানতে পারে যে, কোয়ারেন্টাইনে (quarantine) থাকা করোনা রোগী হাসপাতাল থেকে বেরিয়ে হাজারিবাগের প্রসিদ্ধ ঝাণ্ডা চৌকে যেত আর চা খেত তখন তাঁদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

corona 12

শুধু তাই নয়, ওই করোনায় আক্রান্ত রোগী হাসপাতালের সামনের দোকান গুলো থেকে ওষুধও কিনত। সাথে সাথে হোটেলে লিট্টি-চোখাও খেত। এই কথা করোনায় আক্রান্ত রোগী নিজেই স্বীকার করে। এরপর জেলা প্রশাসনের রাতের ঘুম উড়ে যায়।

আরেকদিকে হাজারিবাগ সদরের সার্কুলার অফিসার মেঘা ভরদ্বাজ বলেন, ওই রোগীর সংস্পর্শে আসা ব্যাক্তিদের পরীক্ষা করা হচ্ছে। এর সাথে সাথে মাইকিং করে এলাকায় এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, যারা যারা ওই রোগীর সংস্পর্শে এসেছিল তাঁরা যেন নিজে থেকে হাসপাতালে এসে দেখা করেন।

corona 8

মেঘা ভরদ্বাজ বলেন, এবার যতগুলো কোয়ারেন্টাইন সেন্টার হাজারিবাগে বানানো হয়েছে, সেইগুলোতে ম্যাজিস্ট্রেটের নিযুক্তি করা হয়েছে। কোন ব্যাক্তি যাতে কোয়ারেন্টাইন সেন্টার থেকে না বের হতে পারে, সেই জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর