ট্রেন, স্কুল-কলেজে বিধিনিষেধ থাকলেও, মেলা-উৎসব আর ভোটে কড়াকড়ি নেই নবান্নের

বাংলাহান্ট ডেস্কঃ ওমিক্রনের কারণে বাংলায় (west bengal) ফের বিধিনিষেধ জারি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এবার সেই আশঙ্কাই সত্যি হল। করোনার কারণে ফের রাজ্যে বিধিনিষেধ জারি করল নবান্ন (nabanna)। কিন্তু বইমেলা, চলচ্চিত্র উৎসব, জেলায় জেলায় চলা মেলা- এসব নিয়ে কোন কিছুই স্পষ্ট ভাবে জানালো না নবান্ন।

গঙ্গাসাগর মেলার প্রসঙ্গে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘গঙ্গাসাগরের বেশিরভাগ মানুষ ট্রেনে করে আসেন। আমি তো আর কাউকে আটকাতে পারি না। বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা আসবেন, তাঁদের কি করে আটকাবো আমি?’

nabanna mamata banerjees new office 630x420 1

এদিন নবান্ন থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানালেন, ‘রেলের সঙ্গে কথা বলে পুণ্যার্থীদের বিধি মেনে যাতায়াত করানোর ব্যবস্থা করাতে হবে। সামাজিক জমায়েত বন্ধ থাকছে না, ৫০ শতাংশ মানুষ নিয়ে করা যেতে পারে’।

তবে গঙ্গাসাগর নিয়ে নবান্ন কোন মন্তব্য না করায় আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে রাজ্যবাসীর মনে। কারণ ৫০ শতাংশ লোক নিয়ে এবং সন্ধ্যে ৭ টার পর লোকাল ট্রেন চালানোতে নিষেধাজ্ঞা জারী করলেও, দূরপাল্লার ট্রেনে কোন বিধি নিষেধ জারী করা হয়নি। তারউপর উত্তর ও পশ্চিম ভারতের লক্ষ লক্ষ মানুষ আসেন গঙ্গাসাগর মেলায়। তাই সেখান থেকেই সংক্রমণ বেশি ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

ভোটের বিষয়টাও নির্বাচন কমিশনের উপরই ছেড়ে দিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ভোটের মিটিং, মিছিল, এমনকি ভোটের লাইনে কজন করে দাঁড়াবে, সবটাই নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছে রাজ্য। নবান্ন এই বিষয়ে মাথা ঘামাবে না বলেই জানা গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর