ভারতের মুম্বাইয়ে চলছে করোনা ভ্যাকসিনের পরীক্ষা, আশা মিলছে ভালো ফলের

বাংলাহান্ট ডেস্কঃ মুম্বাইয়ের (Mumbai) হাফকিন ইন্সটিটিউটে চলছে করোনা (COVID-19) প্রতিষেধক ভ্যাকসিনের (Vaccine) পরীক্ষা। এই ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে ভালো সাড়া ফেলেছে। প্রায় ৯০ বছরের পুরনো ওষুধের উপর পরীক্ষা করে এই প্রতিষেধক আবিষ্কার করেছে ভারতীয় বিজ্ঞানীরা। চলছে এখন চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা।

126198 bcg vaccine

করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন বানানোর জন্য সমগ্র বিশ্ব এখন উঠে পড়ে লেগেছে। তবে এই প্রতিযোগিতায় এখনও অবধি এগিয়ে আছে ভারত। ভারত বিভিন্ন দেশকে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্য এবং ওষুধ রপ্তানি করে সাহায্য করেছে। আর এবার ভারতের মুম্বাইয়ে হাফকিন ইন্সটিটিউটে করোনা ভাইরাসের প্রতিষেধকের বিষয়ে রিসার্চ করা হচ্ছে। প্রায় ৯০ বছরের বেশি পুরনো এক ওষুধের উপর পরীক্ষা নিরীক্ষা করে করোনা ভাইরাসের সাময়িক প্রতিষেধকের সন্ধান পাওয়া গিয়েছে। এই ওষুধ প্রয়োগে ভালো সাফল্যও মিলেছে।

এই ভ্যাকসিনের নাম BCG ভ্যাকসিন। এতদিন এই ওষুধ টিবি রোগের প্রতিষেধক রূপে ব্যবহার করা হত। তবে পরীক্ষা সফল হলে, এই ওষুধই করোনা প্রতিষেধক রুপে ব্যবহার করা যাবে। মুম্বাইয়ের হাফকিন ইন্সটিটিউটে চলছে এই ওষুধ পরীক্ষার কাজ। যেসমস্ত রোগীর দেহে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে, তাঁদের শারীরিক প্রতিরোধক ক্ষমতা, অন্যান্য রোগীদের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিকে এই ওষুধ  প্রয়োগ করলে, সেই রোগী ভালোভাবেই চিকিৎসায় সাড়া দিচ্ছে।

corona virus getty

ICMR  এবং ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়াকে এই ওষুধের প্রয়োগের বিষয়ে চিঠি মারফত জানিয়েছে মুম্বাইয়ের এই ইন্সটিটিউট। সম্মতি পেলেই এই ওষুধ ক্লিনিক্যাল টেস্টের জন্য ব্যবহার করা হবে। তাহলে এই ওষুধের মাধ্যমেই মহামারির আকার ধারণ করা ভাইরাসের সংক্রমণের প্রসারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর