দমকল দুর্নীতিতে বাড়ল নিয়োগ স্থগিতাদেশের মেয়াদ, জরিমানা ও হাইকোর্টের ভর্ৎসনার মুখে PSC

বাংলাহান্ট ডেস্ক : দুর্নীতির আগুনে মুখ পুড়লো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC)। দমকল বিভাগে ফায়ার অপারেটর পদে নিয়োগে দুর্নীতি মামলায় পিএসসিকে (PSC) জরিমানা করল কলকাতা উচ্চআদালত (Kolkata High Court)। আদালতে হলফনামা জমা করতে এদিন আবারও অতিরিক্ত সময় চায় পিএসসি (PSC)। ১০ হাজার টাকা জরিমানার শর্তে অতিরিক্ত সময় দিল বিচারপতি হরিশ ট্যান্ডন নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, দমকল বিভাগে দেড় হাজার পদে নিয়োগের অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও ৪ সপ্তাহ বাড়ল। আদানত সূত্রে খবর মামলার পরবর্তী শুনানি হবে তিন সপ্তাহ পর।

গত ১১ জুলাই এই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। ওই দিন হলফনামা জমা করার জন্য একসপ্তাহ সময় চায় পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission)। আজই ছিল হলফনামা জমা করার শেষ দিন। কিন্তু এদিন আবার আদালতের কাছে আরও ২ সপ্তাহ সময় চেয়ে নেয় পিএসসি। এরপরই ১০ হাজার টাকা জরিমানার শর্তে সেই অনুমতি দেয় আদালত। এই অর্থ রাজ্যের আইনি সহায়তা কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে চাকরীপ্রার্থীদের জন্য রয়েছে একটি খারাপ খবরও। ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আবারও বাড়ানোর নির্দেশ দিলো আদালত। প্রায় ১৫০০ শূন্যপদে আরও ৪ সপ্তাহ মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১৮ সালে দমকল বিভাগে দেড় হাজার ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। ২০১৯ সালে লিখিত পরীক্ষাও হয়। কিন্তু সেই পরীক্ষার। ফলপ্রকাশের পর থেকেই সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে পরীক্ষায় নাকি ভুল প্রশ্ন ছিল। এমনকী, স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপণের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ মেলে, তা দেওয়া হচ্ছিল না। এমনকী, অনেক সাধারণ চাকরিপ্রার্থীকে তফসিলি কোটায় চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

প্রাথমিকভাবে এই সমস্ত অভিযোগ নিয়ে স্যাটেরকাছে আবেদন করে চাকরিপ্রার্থীরা। সেখানে সেই আরজি খারিজ হয়ে যায়। সেখানে সুরাহা না হওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তারা। এই মামলার শুনানি চলছে কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে। তাদের নির্দেশেই পিএসসিকে এই শাস্তি দেওয়া হলো বলেই জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর