লোকসভার আগেই নুসরত জাহানকে কড়া নির্দেশ আদালতের! মাথায় বাজ তারকা TMC সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে ফের ধাক্কা নুসরাত জাহানের (Nusrat Jahan)। ৪২৯ জনের কাছ থেকে টাকা নিয়ে ফ্লাট দেয়নি, এই অভিযোগেই চলছে মামলা। তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরতের আবেদন ছিল, তিনি সশরীরে আসতে পারবেন না, আইনজীবী মারফত নথি পাঠিয়ে দেবেন। তবে মঙ্গলবার তৃণমূল নেত্রীর (TMC Leader) সেই আবেদন খারিজ করে দিল আদালত।

এদিন এই মামলার শুনানিতে আলিপুর জাজ কোর্টের (Alipore Judge Court) নির্দেশ, ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানিতে সশরীরে আদালতে হাজিরা দিতেই হবে তাকে। বিচারকের নির্দেশ, আপাতত মামলার শুনানিতে কয়েকদিন নুসরতকে হাজিরা দিতেই হবে। আদালতের এই নির্দেশের পর নুসরতের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত এর আগে এই একই আর্জি জানিয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। এর পর আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন তিনি। আর তাতেই পক্ষে গেল না রায়।

নুসরতের বিরুদ্ধে অভিযোগ, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে কো অপারেটিভ ভাবে ফ্ল্যাট কেনার চুক্তি হয়েছিল কয়েকজনের। ওই সংস্থার ডিরেক্টর ছিলেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। ২০১৪ সালে চুক্তি অনুযায়ী ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে ওই সংস্থাকে ফ্ল্যাট কেনা বাবদ দিয়েছিলেন ৪২৯ জন। তিন বছরের মধ্যেই রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ২০১৮ সাল পার হলেও ফ্ল্যাট মেলেনি৷

অভিযোগ, প্রায় ২৪ কোটি টাকা ভাগাভাগি হয়েছে সংস্থার ডিরেক্টরদের মধ্যে, যাদের মধ্যে অন্যতম নাম নুসরত জাহান। তিনি যে অভিযুক্ত সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন তা বারে বারে দাবি করেছেন অভিযোগকারীরা। প্রতারিত বিনিয়োগকারীরা আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে শুরু হয় পুলিশি তদন্ত। এর পর বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে ‘প্রতারিত’রা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দপ্তরে নুসরতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান।

nusrat jahan summoned by ed on flat scamming case

আরও পড়ুন: শুভেন্দুর হাত ধরে BJP-তে যোগ দিচ্ছেন উতরবঙ্গের এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক! তোলপাড় রাজ্য

এরপর তার পরবর্তী দিনই সাংবাদিক সম্মেলন করে নুসরত জানান, তিনি সেই সময়ে সংস্থার ডিরেক্টর ছিলেন ঠিকই তবে ৫ বছর আগেই তিনি সংস্থা থেকে ইস্তফা দিয়েছেন। সংস্থা থেকে নেওয়া ঋণের টাকাও সুদসহ ফেরত দেন বলে দাবি করেন অভিনেত্রী। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। আর্থিক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয় নুসরতের বিরুদ্ধে। সেই মামলাতেই এদিন জোর ধাক্কা খেলেন অভিনেত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর