করোনা আক্রান্ত বর বিয়ে করলেন পিপিই কিট পরে, ভিডিও ভাইরাল হতেই সমালোচনার বন্যা

বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona)হাহাকার দেশজুড়ে। স্বজন হারানোর কান্না। অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন শয়ে শয়ে নিরাপরাধ মানুষ। হাসপাতালের বেডে বা বাইরে তিলে তিলে স্তব্ধ হচ্ছে একএকটি প্রাণ। শ্বশানে নীরবতার জো নেই, জ্বলছে একের পর এক আগুন। কোভিডে মৃতের দেহ জমে জমে তো দেশের একাধিক জায়গায় স্তুপ হচ্ছে। এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে বিয়ের আগেই করোনা আক্রান্ত হলেন বর। তবে থেমে থাকল না বিয়ে।

পিপিই কিট পরেই বিয়ে সারলেন করোনা আক্রান্ত বর (Viral Groom)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) যুগলের এই বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল (Viral Video) হতেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। নেটিজেনদের প্রশ্ন কীভাবে এমন অবিবেচকের মতো কাজ করল ওই যুগল! সোমবারই বিয়ে হয় তাঁদের। আর পিপিই কিট পরে বিয়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রে রে করে ওঠেন নেটজনতারা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বর-কনে-পুরোহিত সহ আরও দুইজন রয়েছেন ওই মণ্ডপে। প্রত্যেকেই পিপিই কিট (PPE Kit) পরিহিত।

গত ১৯ এপ্রিল করোনা আক্রান্ত হয় মধ্যেপ্রদেশের রতলমের ওই যুবক। আর আক্রান্ত অবস্থাতেই বিয়ে করতে দেখে নেটিজেনরা বলতে থাকেন গোটা দেশে অতিমারীর সময় এই ভাবে বিয়ে করাটা কি খুবই প্রয়োজন ছিল! তবে ওই এলাকার তহশিলদার নবীন গর্গ জানালেন যে, এমন ভাবে বিয়ে হচ্ছে শুনে তাঁরা বিয়ে আটকাতে গিয়েছিলেন। তবে দু’পক্ষের অনুরোধ এবং সমস্ত রকম করোনা বিধি অবলম্বন করার পাশাপাশি আধিকারিকদের তত্ত্বাবধানে সেই বিয়ে সম্পন্ন হয়।

তদুপরি, নেটিজেনরা সমালোচনায় খামতি রাখেনি। উল্লেখ্য, মধ্যপ্রদেশে এখন নিয়ম হল বিয়েতে ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। তবে এই যুগলের বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ১০ জন। তা সত্ত্বেও নেটিজেনরা প্রশ্ন তুলতে থাকেন এত কিসের তাড়া ছিল ? দেশে অতিমারীর পরিস্থিতিতে কি অপেক্ষা করা যাচ্ছিল। এমনকি কেউ কেউ তো ওই যুগলের গ্রেফতারির দাবি তুলেছেন। আবার অনেকে এমন মন্তব্য করছেন যে, বিয়েটা যদিও ব্যক্তিগত সিদ্ধান্ত, তদুপরি এই মহামারির মধ্যে বিয়েটা ঠিক হয়নি।

সম্পর্কিত খবর