চাপে অনুব্রত! দেহরক্ষী সায়গল হোসেনের বাড়ি থেকে কেজি কেজি সোনা উদ্ধার করল CBI

   

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের বিশ্বস্ত দেহরক্ষী সায়গল হোসেন। উনি অনুব্রতর এতটাই বিশ্বস্ত যে তার প্রমান হাতেনাতে পাচ্ছে সিবিআই। সায়গল হোসেনের নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সোনা।

গোপন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সিবিআইয়ের সদর দপ্তর নিজাম প্যালেসে সায়গল হোসেনকে যখন জেরা করছিলেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা তখনই নিউটাউনের একাধিক ফ্ল্যাটেও চিরুনি তল্লাশি চালান হয়। তদন্তকারী আধিকারিকরা সন্দেহ করেন বেনামে ওই ফ্ল্যাটগুলো কিনেছিল সায়গল হোসেনই। এরপর তল্লাশি চালালে সেই ফ্ল্যাটগুলি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয় বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবারই ধৃত সায়গল হোসেনকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করবেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই টানা বেশ কয়েক ঘন্টা নিজাম প্যালেসে সায়গল হোসেনকে জেরা করছিল সিবিআই। সূত্রের খবর, জেরায় বহু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি। এমনকি তদন্তে সাহায্যও করছিলেন না বলে অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিশাল পরিমাণ সম্পত্তি থাকায়, তাকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে গরু পাচার মামলাতেও এই সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। অভিযোগ, অনুব্রত মণ্ডলের এই দেহরক্ষীই ছিল প্রধান মাধ্যম। সায়গলই প্রভাবশালিদের হাতে বিরাট অংকের টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিত।

সায়গল পশ্চিমবঙ্গ পুলিশে একজন কনস্টেবল হিসাবে কর্মরত। কনস্টেবলের চাকরি এত বিপুল অংকের সম্পত্তির মালিক কিভাবে হলেন সেই বিষয়ে কোনও সদুত্তর পায়নি সিবিআই। সায়গলের সম্পত্তির পরিমাণ দেখে মাথায় হাত পড়ে গেছে সিবিআই কর্তাদেরও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর