বাংলায় লেনিনের মূর্তিতে লাল রঙ, ভাঙার চেষ্টা করল দুষ্কৃতীরা ,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,২৬ জুনঃলেনিনের মূর্তিতে লাল রঙ লেপে দিল দুষ্কৃতীরা৷ মূর্তি ভাঙার চেষ্টাও করা হয়। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের লেনিন সরণি মোড়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে পথচলতি মানুষ ঘটনাটি প্রথম দেখতে পায়।

কাটোয়ার সিপিএম নেতৃত্বের অভিযোগ এলাকাকে অশান্ত করার জন্য বামবিরোধী শক্তি এই কাজ করেছে। বামবিরোধী শক্তির বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানাবে বলে জানান কাটোয়ার সিপিএমের প্রাক্তন বিধায়ক অঞ্জন চট্টোপাধ্যায়।

এদিকে স্থানীয় তৃণমূলের পৌরসদস্য সঞ্জীব মুখোপাধ্যায় এই ঘটনায় নাম না করে বিজেপির দিকেই আঙুল তুলে ধিক্কার জানান। ১৯৮২ সালে কাটোয়া পৌরসভা লেনিনের মূর্তি প্রতিষ্ঠা করেছিল।

f1abe img 20190626 wa0211 ২০১৯ সালের শুরুতেই পৌরসভা এই মূর্তিটিকে সংস্কার করে।

সম্পর্কিত খবর