জোটে ঘোঁট! নতুন বন্ধুর জন্য পুরনো শরিককে ধোঁকা সিপিএমের, শোরগোল বাংলায়

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের পূর্বে (Lok Sabha Election) কংগ্রেসের সাথে জোট করতে মরিয়া সিপিএম। এতে করে যদি বাম ঐক্য ভাঙতে হয় তাতেও সমস্যা নেই সিপিএমের। পুরুলিয়ায় একদিকে ফরোয়ার্ড ব্লক অন্যদিকে কংগ্রেসের দ্বন্দ্বে বিরাট সমস্যায় দলটি। ফরোয়ার্ড ব্লক যেখানে পুরুলিয়ার আসন ছাড়তে নারাজ, সেখানে সিপিএম এই আসন কংগ্রেসের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই কংগ্রেস পুরুলিয়া থেকে কে প্রার্থী হবে সেই নামও চূড়ান্ত করে ফেলেছে। শোনা যাচ্ছে পুরুলিয়ায় কংগ্রেসের হয়ে ভোট লড়তে চলেছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। এদিকে ফরোয়ার্ড ব্লকও তাদের আসন ছাড়তে নারাজ। এই দুই দ্বন্দ্বে বিপাকে পড়েছে সিপিএম।

এদিকে ফরোয়ার্ড ব্লকও আগেভাগে রাস্তা পরিষ্কার করে রেখেছে। পুরুলিয়ার আসন নিয়ে কংগ্রেসের সাথে কোনও সমঝোতা হবেনা বলে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আগেই প্রস্তাব পাশ করিয়ে রেখেছে ফরোয়ার্ড ব্লক। ওদিকে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথে কথা হয়েছে নেপাল মাহাতোর। তার সাথে কথা হয়েছে সিপিএম-রও। সূত্রের খবর, সিপিএমের পুরো সমর্থন নাকি নেপাল মাহাতোর সাথেই রয়েছে।

আরও পড়ুন : ‘সৌমিত্রকে নিয়ে খেউড় নয়’, ভোটারদের হুমকি দিতেই সুজাতাকে কড়া হুঁশিয়ারি তৃণমূলের

congress left

এমতাবস্থায় প্রশ্ন আফরওয়ার্ড ব্লকের ফ্রন্ট প্রার্থী ধীরেন মাহাতোর কী হবে? এইদিন এই প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা আশা করব ফ্রন্ট হিসাবে আমাদের প্রার্থীকেই সমর্থন করবে সিপিএম।’ এমন পরিস্থিতিতে সিপিএম ঠিক কোনদিকে ভোট দেবে? দীর্ঘদিনের সাথী ফরোয়ার্ড ব্লক নাকি জোট শরিক কংগ্রেসের হাত ধরবে? ক্রমাগত জটিল হচ্ছে পুরুলিয়ার পরিস্থিতি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর