আদানিকে তাজপুরে বন্দর বানানোর দায়িত্ব নিয়ে মমতার পাশেই সিপিএম

বাংলাহান্ট ডেস্ক : তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরিতে তৃণমূলের প্রশংসায় সিপিএম। দেউচা পচামি সহ সরকারের বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রকল্পগুলিতে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছিল সিপিএম। পূর্ব মেদিনীপুর সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আশীস প্রামাণিক বলেছেন, “বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে শিল্পের গতি আনতে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরীর উদ্যোগ নেওয়া হয়।

বর্তমান রাজ্য সরকারও উত্তর – পূর্ব ভারতে পণ্য পরিবহন ও অর্থনৈতিক উন্নতির জন্য তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরিতে ইচ্ছুক। যদি সঠিক পরিকল্পনা ও পরিকাঠামোর মাধ্যমে এই বন্দর তৈরি করা হয় তাহলে সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এই উদ্যোগে আমরাও সামিল হতে চাই। দেখতে হবে দুর্নীতি ছাড়া যাতে যুবক-যুবতীরা এখানে কাজ পান।”

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাজপুরে সমুদ্র বন্দরক গড়ে তোলাকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, “সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে। তাজপুরে কোনদিনই সমুদ্র বন্দর গড়ে তোলা হবে না। বন্দর তৈরি জন্য ৫ হাজার একর জায়গা, ফোরলেন রাস্তা ও রেল লাইনের প্রয়োজন। আগে জায়গা পাক, তবে তো বন্দর! রাজ্য সরকারের কাছে কোনো রকম ল্যান্ড ব্যাংক নেই। তারা কোথাও জমি দিতে পারবে না। গত ১১ বছরে একটিও শিল্পের এনারা উদ্বোধন করতে পারেননি।”

jpg 20221013 173810 0000

রামনগর ১পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিতাই চরণ সার বিষয়টি নিয়ে জানিয়েছেন, “তাজপুরে বন্দর হলে গোটা রাজ্যের অর্থনীতি বদলে যাবে। আমাদের অনেক দিনের আশা এবার পূর্ণ হতে চলেছে। এখানে বন্দর তৈরি হলে রেল পথ,জল পথ ও সড়ক পথের উন্নতি ঘটবে। কর্মসংস্থান হবে বহু মানুষের।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর