দ্বিতীয় দফার নির্বাচনের আগের দিন সিপিএমের পোলিং এজেন্টকে কুপিয়ে খুন

বাংলা হান্ট ডেস্কঃ ২৭ মার্চ শেষ হয়েছে রাজ্যে প্রথম দফার নির্বাচন। ৩০টি আসনে ভোটগ্রহণ হয়েছিল সেদিন। প্রথম দফার নির্বাচন শেষ হতেই সিপিএমের পোলিং এজেন্টকে কুপিয়ে খুন করার মামলা সামনে আসছে। কাঁথিতে সিপিএমের পোলিং এজেন্ট জন্মেজয় দোলুইকে কুপিয়ে খুন করা হয়েছে। বামেদের তরফ থেকে এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ি করা হয়েছে। গত সোমবার এই নৃশংস ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই খবর প্রকাশ্যে আসে।

বামেরা অভিযোগ করে জানায়, সোমবার রাতে কাঁথি থেকে বাইকে ফিরছিলেন জন্মেজয় দোলুই। আর সেই সময় তাঁকে মশাগ্রাম ব্রিজের কাছে অপহরণ করে তৃণমূলের ডেরায় নিয়ে যায় শাসক দলের দুষ্কৃতীরা। এরপর সেখানেই তাঁকে কুপিয়ে খুন করা হয়। মরিশদা থানার পুলিশ নিহত কমরেডের দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য কাঁথি হাসপাতালে পাঠায়।

বামেদের তরফ থেকে এই মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মরিশদা থানায়। ১১ জনের মধ্যে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ কাঁথি আদালতে পেশ করা হয়, আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর