হেরেও মিছিল করবে সিপিএম, বালিগঞ্জে দ্বিতীয় হয়ে আত্মবিশ্বাস তুঙ্গে বামেদের

বাংলাহান্ট ডেস্ক : সার্বিক জয় না এলেও নৈতিক জোয় তো এসেছে বটেই, তাই এবার বালিগঞ্জে ভোটারদের ধন্যবাদ জানাতে পথে নামছে সিপিএম। এদিন সন্ধ্যে সাড়ে ছটায় বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে রিপন স্ট্রিট পর্যন্ত এগোবে মিছিল। সিপিএমের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে ডাকা এই মিছিলে হাজির থাকবেন এই মিছিলের মূল সারথি সায়রা হালিমও।

মাত্র একটা বছর আগের কথা, একুশের বিধানসভা নির্বাচনে এই বালিগঞ্জেই বামেদের ঝুলিতে গিয়েছিল মাত্র ৫% ভোট। মাঝখানে ১২ টা মাস পেরিয়ে এসে সেই ভোটের শতাংশই এখন বেড়ে হয়ে দাঁড়িয়েছে ৩০%। তৃণমূলের ভোট কমেছে একধাক্কায় ২২%। শুধু তাইই নয়, ৬৪ এবং ৬৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বাম প্রার্থী সায়রা হালিম। তাই এবার এই সবকিছু উদযাপনের পালা। সার্বিক জয় না এলেও এটাকে মোটেই হার বলে মানতে রাজি নয় রাজ্যের লাল শিবির। সেই কারণেই মানুষকে ধন্যবাদ জানাতে এলাকায় করা হবে এই মিছিল।

বালিগঞ্জের ফলাফলে স্বভাবতই খুশি রাজ্যের বাম নেতৃত্ব। এই ফলাফল সামনে আসার পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘আমরা রাজ্যের মানুষ, কর্মী, সমর্থক, সবাইকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আসানসোল ও বালিগঞ্জের। আমাদেরকে রুটে ফিরতেই হবে। দুচারবার ফসল নষ্ট হলে খেত উজার হয়ে যায় না। আমরা মানুষের আস্থা ফিরিয়ে আনবই।’

অন্যদিকে আবার সিপিএমের এই ফলাফলের পর সায়রা হালিমকে স্যোশাল মিডিয়ায় এক হাত নিয়েছেন বাবুল সুপ্রিয়। শনিবার রাতে ট্যুইটারে বাবুল লেখেন, ‘,’মিথ্যা এবং প্রতারণামূলক ভোট প্রচারের পরও থামেনি সিপিএম, সায়রা শাহ হালিমের যে কোনও ক্লাস নেই, তাও তিনি দেখিয়ে দিয়েছেন। উনি নির্লজ্জ, লজ্জাই ভুলে গেছেন। মানুষজন ওঁদের ছুঁড়ে ফেলে দেওয়ার পরও উনি নর্দমার মতন নোংরা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। যাই হোক, তাঁর পার্টি বিধানসভাতেও একটা বড়সড় শুন্য পেয়েছে।’

এর পরেও সিপিএমের ‘জয়কে উদযাপন’ করতে এই মিছিলকে বাবুলের কটাক্ষের প্রেক্ষিতে সপাটে জবাব বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর