৫ দিনেই ধ্বসে গেল বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, মহা সমারোহে উদ্বোধন করেছিলেন মোদি-যোগী

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে (UP) বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । এই রাস্তার দৈর্ঘ্য ছিল ২৯৬ কিলোমিটার। ২৮ মাস সময় লেগেছিল এই এক্সপ্রেস ওয়ের কাজ সম্পন্ন করতে। গত ১৬ জুলাই উদ্বোধন হয় এই রাস্তার। খুলে দেওয়া হয় মানুষের জন্য। কিন্তু মাত্র ৫ দিনের মধ্যেই এক্সপ্রেস ওয়ের দশা বেহাল হয়ে গেল। গতকাল বুধবারই একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্র মারফত খবর, উদ্বোধনের মাত্র ৫ দিনের মধ্যেই জালৌন মহকুমায় ছিড়িয়া সালেমপুরের পাশে বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ে ধ্বসে গেছে। আরও খবর পাওয়া যাচ্ছে যে, বিগত ৪ দিনে ৫ জন মানুষের মৃত্যুও হয়েছে এই এক্সপ্রেস ওয়েতে। গতকাল রাতেও একটি বাইক দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই পুরো ঘটনার ভিডিও করে কিছু ব্যক্তি তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। এই ভিডিও ভাইরাল হতে প্রশাসনের টনক নড়ে।

মধ্যরাত্রে ধ্বসনামা এই এক্সপ্রেস ওয়ে ঘিরে বাদবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পরই এই ঘটনা বিভিন্ন স্তর থেকে একাধিক প্রতিক্রিয়া সামনে আসতে থাকে। সাধারণ মানুষ বলতে শুরু করেন, এই হাইওয়ের উদ্বোধন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করলেও কোটি কোটি টাকার ঘুষ লুট হয়েছে এখান থেকেই। এ দিনের মধ্যেই ধ্বস নামায় এটা পরিষ্কার যে এই এক্সপ্রেস ওয়ে তৈরির সময় খুবই নিম্নমানের উপকরণের ব্যবহার করা হয়েছে।

উত্তরপ্রদেশ সরকার সূত্রে জানা যাচ্ছে, সময়ের আগে কাজ শেষ করায় সরকারের প্রায় ১১৩২ কোটি টাকা খরচ কম হয়েছে। এমনকি জানা যাচ্ছে, মুখ্যসচিব অবিনাশ অবস্থি নিজেই এই প্রকল্পের তদারকি করেছিলেন। কিন্তু এত সচেতনতা সত্ত্বেও বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ের এই দুরবস্থাতে মাথায় হাত প্রশাসনের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর