গাড়ি দুর্ঘটনায় মেয়েকে খুইয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার, এবার নিজে লড়ছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক বিজয় যাদবের সম্পর্কে খুব বেশি মানুষ হয়তো খোঁজ রাখেন না। এই মুহূর্তে জীবন-মৃত্যুর লড়াই করছেন তিনি। তার দুটি কিডনি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। বর্তমানে ৫৫ বছর বয়সী বিজয় ভারতের হয়ে ১৯ টি ওডিআই এবং ১ টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই মুহূর্তে তিনি সম্পূর্ণভাবে ডায়ালিসিসের উপর নির্ভরশীল এবং সুস্থ হওয়ার জন্য তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। এদিকে ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছে। এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইতিমধ্যে দুবার হৃদরোগেও আক্রান্ত হয়েছেন।

যে বছর সৌরভ গাঙ্গুলির ভারতীয় দলে অভিষেক ঘটে, ঠিক সেই বছরেই বিজয় যাদব ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ওডিআই অভিষেক করেছিলেন। তবে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পাননি তিনি। তিনি ১৯৯৩ সালের মার্চ মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে জীবনের একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই টেস্ট ভারত ইনিংস ও ১৩ রানে জিতেছিল। এই ম্যাচের প্রথম ইনিংসে, বিজয় ৩০ রান করার পাশাপাশি গ্লাভস হাতে ২ টি স্টাম্পিংও করেছিলেন। তবে এরপর আর টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র দুই বছর স্থায়ী হয়েছিল। তিনি ১৯৯২ থেকে ১৯৯৪ সালের মধ্যে ভারতের হয়ে ১৯ টি একদিনের ম্যাচ খেলেছেন। দেশের হয়ে তার রানসংখ্যা ১১৮।

বিজয় যাদব ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সাথে হরিয়ানার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন। ১৯৯১ সালে, হরিয়ানা রঞ্জি ট্রফি জিতেছিল। তখন তিনি হরিয়ানা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার প্রথম শ্রেণীর রেকর্ড ছিল দুর্দান্ত। তিনি ৮৯ ম্যাচে ৩৬ গড়ে ৩৯৮৮ রান করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ৭ টি শতরান ও ২৩ টি অর্ধশতরানও ছিল।

ক্রিকেট ছাড়াও ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সাথে লড়তে হয়েছিল বিজয় যাদবকে। বহু বছর আগে ফরিদাবাদে একটি গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তিনি। কিন্তু তার মেয়ে সেই দুর্ঘটনায় মারা গেছে। মেয়ে হারানোর শোক কাটিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরেছিলেন তিনি। তবে এবার খেলোয়াড় নয়, কোচের ভূমিকায়। তিনি দীর্ঘদিন ধরে ফরিদাবাদে একটি ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছেন এবং ভারত এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ফাস্ট বোলার মোহিত শর্মা তার হাতেই ক্রিকেটের যাবতীয় পাঠ পেয়েছেন। ফরিদাবাদ ছাড়াও বিজয় ভারতীয় এ দলের কোচিং স্টাফদের একজনও ছিলেন কিছুদিনের জন্য। ২০১৭ সালে তিনি এই দায়িত্ব পান। রাহুল দ্রাবিড় এবং ভারতীয় এ দলের সাথে ফিল্ডিং কোচ হিসেবে বিদেশ সফরও করেছেন বিজয়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর