লোভী মানুষদের জন্যই আজ ক্রিকেট কলঙ্কিত হচ্ছে। ম্যাচ গড়াপেটা প্রসঙ্গে তুলধনা করলেন সুনীল গাভাস্কার।

গড়াপেটা যেন কিছুতেই ভারতীয় ক্রিকেটের পিছু ছাড়ছে না। বেশ কিছু বছর আগে গড়াপেটার দায়ে ভারতীয় দলের অন্যতম সেরা পেসার শ্রীসন্থ কে আজীবন নির্বাসনে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তারপরে ফের একবার গড়াপেটার ছায়া পড়ল তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। সম্প্রতি জানা গিয়েছে যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্লেয়ারদের সাথে সাথে টিম মালিকরাও গড়াপেটার সাথে যুক্ত। শুধুমাত্র খেলোয়াড়রাই নয় সেইসাথে টিম মালিকদের বিরুদ্ধেও ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। আর সেই প্রসঙ্গে প্রাপ্তন ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কারকে প্রশ্ন হলে তিনি তুলধনা করেন গড়াপেটার সাথে যুক্ত ব্যক্তিদের।

বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে গিয়ে ম্যাচ গড়াপেটা প্রসঙ্গে গাভাস্কার বলেন যে যতদিন না পর্যন্ত মানুষের লোভ কমবে ততদিন যত কঠিনই নিয়ম বের করা হোক না কেন কিছুতেই ম্যাচ গড়াপেটা বন্ধ করা যাবে না। সেই সাথে তিনি বলেন যে মানুষ মাত্রই লোভ থাকে, দিনের পর দিন মানুষের লোভ বেড়েই চলেছে, আর তাই ক্রিকেটে এত বেশি পরিমাণে গড়াপেটার ছায়া পড়ছে। সেই সাথে তিনি যুক্ত করেন যে আমরা যতই সমাজকে উন্নত করার চেষ্টা করি না কেন সমাজে কিছু অসাধু মানুষ থেকে যাবেই আর তারাই কলঙ্কিত করে তুলবে সুন্দর সমাজকে।

IMG 20190925 114658

আর ক্রিকেটেও এমন কিছু অসাধু লোভী মানুষ রয়ে গিয়েছে যাদের লোভ কোন দিন শেষ হবে না এবং তাদের লোভের জন্য কলঙ্কিত হচ্ছে ক্রিকেট এবং ভবিষ্যতেও তাই হবে। কোন দিনও নিয়ম করে এটা বন্ধ করা যাবে না বলেও মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনিল গাভাস্কার। সেই সাথে গাভাস্কার বলেন যে যদি কেউ ভেবে থাকেন যে গড়াপেটার সাথে যুক্ত থেকেও তিনি পার পেয়ে যাবেন সেটা তাদের একদমই ভুল ধারণা। কারণ বর্তমানে ভারতীয় ক্রিকেটের দুর্নীতি দমনের জন্য যে শাখা রয়েছে তারা দুর্নীতি গ্রস্থ মানুষদের ঠিক খুঁজে বের করবে এবং তাদের উপযুক্ত শাস্তি দেবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর