ফের গিনেস বুকে নাম তুললেন CR7! মাইলফলক ছোঁয়ার ম্যাচে রেকর্ড গড়ে রোনাল্ডোই পর্তুগালের ম্যাচ উইনার  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০০৩ সালে শুরু হয়েছিল জাতীয় দলের জার্সি গায়ে পথ চলা। মজার ব্যাপার নিজের প্রথম ম্যাচে পর্তুগালের (Portugal) মেরুণ-সবুজ জার্সি গায়ে তোলার সুযোগ পাননি তিনি। সাদা রঙের অ্যাওয়ে জার্সি গায়ে প্রথমবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন। গতকাল ২০২৩ সালে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছেন তখনো কাকতালীয়ভাবে তিনি মেরুণ-সবুজ জার্সির বদলে নিজেদের সাদা অ্যাওয়ে জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামছেন। তফাৎ তাহলে এটাই যে সেদিন ১৭ বছরের ওই ছোট্ট ফুটবলারকে কেউই চিনতো না। কিন্তু এই ৩৮ বছরের অভিজ্ঞ ফুটবলেরকে এদিন সম্মান জানাতে এবং অভিনব মাইলফলকের জন্য স্মারক উপহার দিতে উপস্থিত ছিলেন ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক’ (Guinness Book of World Records) কর্তৃপক্ষ। এর আগে দেশের জার্সিতে ১০০ গোল করার পরও তাকে সম্মান জানিয়েছিল তারা। 

ইউরো ২০২৪-এর যোগ্যতা অর্জন পর্বে রোনালদো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ২০০ তম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। শুধু তাই নয়, মরিয়া লড়াই করা আইসল্যান্ডের মন ভেঙে দিলেন তিনি ম্যাচের একদম শেষ মুহূর্তে ম্যাচ উইনিং গোল করে। গোটা ম্যাচে তাকে খুব একটা ভালো ছন্দে দেখায়নি। কিন্তু নিজের গোটা কেরিয়ার জুড়ে এই জিনিসটা করে এসেছেন রোনাল্ডো। গুরুত্বপূর্ণ মুহূর্তের জ্বলে ওঠা যেন তার ইউএসপি। দুঃখের ব্যাপার যে গোটা ২০২২/২৩ মরশুম জুড়ে তার এই ব্যাপারটাই তার খেলা থেকে যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু মরশুমের শেষ ম্যাচে ফের একবার ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে নিজের দলকে জয় উপহার দিলেন সিআরসেভেন।

cr7 record

সদ্য সমাপ্ত মরশুমটা রোনাল্ডোর কেটেছে একটা দুঃস্বপ্নের মতো। নিজের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছেন। বিশ্বকাপে তার হতশ্রী পারফরম্যান্স দেখে সকলেই আশ্চর্য হয়েছিলেন। এরপর ইউরোপিয়ান ফুটবল ছেড়ে এশিয়ায় এসে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও নিজের প্রথম মরশুমে ট্রফি জিততে ব্যর্থ হয়েছেন।

তারপরেও পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ তার ওপর ভরসা রেখেছিলেন এবং আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে ম্যাচ খেলার জন্য তাকে স্কোয়াডে নিয়েছিলেন। মার্চ মাসে লুক্সেমবার্গ এবং লিখটেনস্টাইনের মতো দুর্বল প্রতিপক্ষদের বিরুদ্ধে দুই ম্যাচে চার গোল করেছিলেন রোনাল্ডো। জুন মাসের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জগোভেনিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্ভাগ্যবশত তার গোল অফ সাইডের কারণে বাতিল হয়। যদিও তাতে পর্তুগালের জয় পেতে অসুবিধা হয়নি।

কিন্তু এদিন আইসল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে প্রবল চাপে পড়ে গিয়েছিল পর্তুগাল। বেশ কয়েকবার বরফ দৈত্যরা ম্যাচ জিতে নেওয়ার সুযোগও পেয়েছিল। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলস্বরূপ ম্যাচের শেষ মুহূর্তে রোনাল্ডোর গোলে মন ভেঙে যায় আইসল্যান্ড সমর্থকদের। এটি ছিল রোনাল্ডোর মরশুমের ২৩ তম গোল। নিজের সিনিয়র কেরিয়ারে এই নিয়ে ৮৩৮ টি গোল হয়ে গেল তার। দেশের জার্সিতে গোল করেছেন ১২৩ টি। ম্যাচ জিতে সকলকে ধন্যবাদ জানিয়ে রোনাল্ডো জানিয়েছেন যে তিনি এখানেই থেমে থাকতে চান না। পর্তুগালের হয়ে আরও একাধিক রেকর্ড করাই তার লক্ষ্য। কালকে তার গোলটি ছিল তার কেরিয়ারের ২৬৯ তম ম্যাচ উইনিং গোল। বিশ্বের আর কোন ফুটবলার এখনো এই তালিকায় ২৫০ গোলের গণ্ডি অতিক্রম করতে পারেনি। তার সতীর্থ এবং দলের কোচ তার এই বিশ্ব রেকর্ডের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর