ফের সৌদিতে রেকর্ড ৩৮-এর রোনাল্ডোর! কিভাবে এই বয়সেও এত ক্ষুধার্ত? রহস্য ফাঁস ব্রাজিলিয়ান ডাক্তারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের পেনাল্টি থেকে গোল করলেন, সতীর্থকে দিয়ে গোল করালেন! নিজের নতুন ক্লাব আল নাসেরকে (Al Nassr) লিগের (Saudi Pro League) লড়াইয়ে টিকিয়ে রাখলেন। সেই সঙ্গে নিজেও একগুচ্ছ রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। চলতি মরশুমের শুরু থেকে সৌদি আরবের লিগে তিনি যেন গোলের নেশায় মেতেছেন। শুক্রবার প্রতিপক্ষ আল তাই-এর ব্রাজিলিয়ান গোলরক্ষক ভিক্টর ব্রাগা অনবদ্য কিছু সেভ করলেন। নয়তো সিআরসেভেনের গোলসংখ্যা বাড়তেও পারতো।

প্রথমার্ধে যখন আল তাই-এর ডিফেন্সের সামনে বহু চেষ্টা করেও আল নাসের গোল মুখ খুলতে পারছে না, তখন ৩২ মিনিটে দেখা গেল রোনাল্ডো ম্যাজিক। নিখুঁত ওয়ান টাচ পাসে সতীর্থ অ্যান্ডারসন তালিস্কাকে বল সাজিয়ে দিলেন। গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফুটবলার। এরপর দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে সমতায় ফেরে তাই। ম্যাচের শেষ ১০ মিনিটে আল নাসের মরিয়া আক্রমণ করে। রোনাল্ডোর একটি ক্লোজ রেঞ্জ হেডার কোনওক্রমে বাঁচান ব্রাগা। একবার তার ডান পায়ের শট পোস্টে লেগে ছিটকে যায়।

কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হলো না। ম্যাচের ৮৩ মিনিটে নিজেদের বক্সে ডিফেন্ডিং করতে গিয়ে হ্যান্ডবল করেন এক আল তাই ডিফেন্ডার। শট নিতে এগিয়ে যান সেই ক্রিশ্চিয়ানো। নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে আল নাসেরকে জয় উপহার দেন তিনি। চলতি লিগে এটি তার দশম গোল। এই মরশুমে ক্লাবের জার্সি গায়ে ১৬ গোল করা হয়ে গেলো। লিগ ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬টি অ্যাসিস্ট। এই নিয়ে টানা ১৮ বছর লিগের খেলায় অন্তত ১০ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। সেই সঙ্গে সৌদি প্রো লিগের ইতিহাসে এক মরশুমে দ্রুততম ১০ গোল করা ফুটবলারে পরিণত হয়েছেন তিনি। তার পাশাপাশি নিজের ২২ বছরের সিনিয়র কেরিয়ার মোট ১৪ ক্যালেন্ডার বর্ষে ৩৫ বা তার বেশি গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।

ronaldo

কিন্তু কিভাবে ৩৮ এর বেশি বয়সে পৌঁছেও নিজেকে এতটা উঁচু পর্যায়ে ধরে রেখেছেন সিআরসেভেন। সৌদি প্রো লিগের সঙ্গে অবশ্যই ইউরোপিয়ান টপ ফাইভ লিগের তুলনা চলে না। কিন্তু এটি এশিয়ার সেরা ফুটবল লিগগুলির মধ্যে একটি। প্রতিপক্ষরা সবসময় প্রস্তুত হয়েই মাঠে নামে। তাও কি করে এই বয়সেও তাদেরকে নাস্তানাবুদ করছেন রোনাল্ডো। জবাব দিয়েছে ব্রাজিলিয়ান ডক্টর পাওলো মোজ্জি। ফুটবল টকের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এই ব্রাজিলিয়ান ডাক্তারের রোনাল্ডো সম্পর্কে মতামত।

আরও পড়ুন: টানা দ্বিতীয় জয়! ইস্টবেঙ্গলের সুবিধা করে দিয়ে ঘরের মাঠে ফের বেঙ্গালুরুকে হারালো মোহনবাগান

তিনি সম্প্রতি জানিয়েছেন যে চলতি মাসের শুরুর দিকে পর্তুগিজ মহাতারকা তার সঙ্গে যোগাযোগ করে এবং তার কাছ থেকে ফিটনেস সংক্রান্ত বিশেষ ক্লাস করতে চায়। ভাগে ভাগে রোনাল্ডোর জন্য ক্লাসের ব্যবস্থা করছিলেন পাওলো। কিন্তু তাকে রোনাল্ডো যত বেশি সম্ভব, তত ক্লাস একসঙ্গে দেওয়ার জন্য অনুরোধ জানান এবং বলেন তিনি দুই সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটা সম্পূর্ণ করে ফেলবেন। তখন পাওলো ভেবেছিলেন যে রোনাল্ডো তার সঙ্গে ইয়ার্কি করছেন। কারণ তার ক্লাসের সংখ্যা ৬০। কিন্তু তাকে অবাক করে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ক্লাস কমপ্লিট করে দেখান রোনাল্ডো। পাওলোর মতে রোনাল্ডোর সময়ানুবর্তিতা এবং সংযত জীবনযাপনের পাশাপাশি কঠোর অধ্যাবসায়ই আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তিনি মনে করেন ফুটবল ছেড়ে দেওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন ৬০ বছর বয়সে পৌঁছাবেন তখনও তাকে কোনও শারীরিক প্রতিবন্ধকতা গ্রাস করতে পারবে না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর