‘মৃত বিজেপি কর্মী উলেন রায় মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াতেন’, অনৈতিক মন্তব্য করে সমালোচিত তৃণমূল বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির (Bharatiya Janata Party) উত্তরকন্যা অভিযানে মৃত দলীয় কর্মী উলেন রায়কে (Ulen Roy) নিয়ে আবারও জল্পনা তুঙ্গে। সেইসময়, বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু প্রসঙ্গে গেরুয়া শিবির দাবি করেছিল, পুলিশের ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন ওই দলীয় সদস্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পাল্টা অভিযোগ করেছিলেন, বিজেপি কর্মীরা নিজেরাই মিছিল ডেকে, নিজের লোককে খুন করেছে।

তৃণমূল বিধায়কের দাবি
সেই উলেন রায়কে ঘিরে আবারও সরগরম রাজনৈতিক মহল। তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় দাবি করেছেন, মৃত উলেন রায় মাদকাসক্ত ছিলেন। সর্বক্ষণ তিনি মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াতেন। বিজেপি নিজেদের কর্মসূচীতে ভিড় বাড়ানোর জন্য তাঁকে তুলে নিয়ে গিয়েছিল।

bbjk

পাল্টা অভিযোগ করে উলেন রায়ের পরিবার
তৃণমূল বিধায়কের এই কথার পরিপ্রেক্ষিতে উলেন রায়ের পরিবারের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে তাঁর স্ত্রী জানিয়েছেন, ‘আমার স্বামী নয়, খগেশ্বরই সবসময় মদ্যপ অবস্থায় ঘুরে বেড়ায়। ও নিজে একজন মাতাল হয়ে, আমার মৃত স্বামীকে কোন সাহসে মাতাল বলে? উনি বিগত ১০ বছর ধরে বিজেপির একজন সদস্য ছিলেন’।

প্রসঙ্গত, বিজেপি উত্তরকন্যা অভিযানের শিলিগুড়ির (Siliguri) তিনবাত্তি মোড়ে আচমকাই পুলিশের ব্যারিকেড ভাঙ্গতে গিয়ে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়েছিল। মুহূর্তের মধ্যেই বচসা রণক্ষেত্রের আকার ধারণ করেছিল। পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস, জলকামান ইত্যাদি ছোঁড়ার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন উলেন রায়।

ভিড় সরিয়ে দেখা যায় তাঁর বুকে গুলি লেগেছে। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পুলিশকে আক্রমণ করেছিল বিজেপি কর্মীরা। তারা অভিযোগ করেছিল, পুলিশের গুলিতেই মারা গিয়েছেন বিজেপি কর্মী উলেন রায়। কিন্তু ময়নাতদন্তে জানা গিয়েছে, পিলেট গান থেকে ছোঁড়া গুলিতে মারা গিয়েছেন উলেন রায়। কিন্তু পুলিশ আবার এই ধরণের বন্দুক ব্যবহারই করে না বলেও জানা গিয়েছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর