ফিরে এল আমির খান কাণ্ডের স্মৃতি! বাংলায় ফের খাটের তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা, গয়না

বাংলাহান্ট ডেস্ক: শহর থেকে টাকা উদ্ধারের ঘটনা যেন বেড়েই চলেছে। ফের একবার টাকা উদ্ধার হল হাওড়ার এক ব্যবসায়ীর ফ্ল্যাট (Howrah Money Recovered) থেকে। ওই ব্যবসায়ীর নাম শৈলেশ পান্ডে। রবিবার সকালে হাওড়ার শিবপুরের একটি অভিজাত আবাসনের পার্কিং লটের গাড়ি থেকে পাওয়া গিয়েছিল ২ কোটি ২০ লক্ষ ৫০ হাজার টাকা। একইসঙ্গে পাওয়া যায় সোনা, রূপো এবং হিরের গয়নাও। যার দাম প্রায় কয়েক লক্ষ টাকা। গাড়ির মালিকের খোঁজ করতে উঠে আসে ব্যবসায়ী অরবিন্দ পান্ডে ও তাঁর ভাই শৈলেশ পান্ডের নাম। তদন্তে নেমে এবার ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিলেন কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি শাখার গোয়েন্দারা। হাওড়ার শিবপুরের মন্দিরতলায় অপ্রকাশ মুখোপাধ্যায় লেনে ওই ব্যবসায়ীর ফ্ল্যাট। 

রবিবার বিকেল পাঁচটা নাগাদ শিবপুর থানার আধিকারিকদের নিয়ে ওই আবাসনের ৩ নম্বর টাওয়ারের তিন তলার ২ডি নম্বর ফ্ল্যাটে পৌঁছয় লালবাজারের তদন্তকারী দল। একজন চাবিওয়ালাকে নিয়ে এসে ফ্ল্যাটের ২টি চাবি ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। ফ্ল্যাটে তল্লাসি চালাতেই পাওয়া যায় ইলেকট্রনিক গ্যাজেট, ডিজিটাল এভিডেন্স এবং নথি। এরপর পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অরবিন্দ পান্ডের গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। এরপর ফ্ল্যাটটি সিজ করে দেওয়া হয়।

ওইদিনই সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখার গোয়েন্দারা হানা দেন শিবপুরে পান্ডে ভাইদের আরও একটি ফ্ল্যাটে। সেখানে রাত ১২টা ৪০ পর্যন্ত তল্লাসি চালানো হয়। জানা গিয়েছে, ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ গয়নারও হদিশ মিলেছে। এক প্রতিবেশী জানান, পান্ডে ভাইরা ওই আবাসনে শেষবার এসেছিলেন দুর্গাপুজোর আগে। সাধারণত দু’টি ছেলে বাইকে করে আসত। এর চেয়ে বেশি তিনি কিছু জানেন না।

জানা গিয়েছে, বক্স খাটের তলার ব্যাগ থেকে ওই নগদ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় ফিরে এল গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনার স্মৃতি। শিবপুরের গোটা ঘটনা শুরু হয় ১৪ অক্টোবর। হেয়ার স্ট্রিট থানায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। 

তাদের তরফে জানানো হয়, নরেন্দ্রপুরে তাদের শাখাতে ২টি অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে। বিপুল অঙ্কের টাকা জমা পড়েছে একাধিক অ্যাকাউন্ট থেকে। নিছকই সন্দেহের বশে অভিযোগ। তবে ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ বেশ কিছু অ্যাকাউন্টের হদিশ পায়। এর মধ্যে ২টি অ্যাকাউন্টে পাওয়া যায় ২০ কোটি টাকা। 

আরও জানা যায়, ওই অ্যাকাউন্টে টাকা আসার সঙ্গে একটি এডুকেশন অ্যাপের সম্পর্ক রয়েছে। তদন্ত করতে গিয়ে উঠে আসে ব্যবসায়ী শৈলেশ পান্ডের নাম। সেখান থেকেই জানা যায়, হাওড়ার শিবপুরের ওই অভিজাত আবাসনে ফ্ল্যাট রয়েছে শৈলেশের। রবিবার সেখানেই শিবপুর থানার পুলিশকে নিয়ে হানা দেয় কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি বিভাগ ও সাইবার ক্রাইম শাখার তদন্তকারী দল। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর