রাহানে ঝড়ের পর বোলারদের দুর্দান্ত বোলিং! ইডেনে KKR-কে ফের লজ্জার হার উপহার দিলো ধোনির CSK

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ যখন দর্শকরা টিভির স্ক্রিনে কলকাতার নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দেখার জন্য টিভি মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেছিলেন, তখন নিশ্চিতভাবেই কেউ কেউ একটু ধন্ধে পড়ে গিয়েছিলেন এই নিয়ে যে খেলাটা কোথায় হচ্ছে! কারণ ইডেন গার্ডেন্সে খেলা হলেও এ যেন ছিল ইয়েলো আর্মির সমুদ্র। মহেন্দ্র সিংহ ধোনিকে সম্ভবত শেষবার ইডেনে দেখার সুযোগ হাতছাড়া না করতে পেরে ভক্তরা যে বিপক্ষকে ঘরের মাঠ উপহার দেবেন এমনটা হয় তোর স্বপ্নেও ভাবেননি কেকেআর অধিনায়ক নীতিশ রানা। শেষপর্যন্ত ধোনি ধামাকা না হলেও রাহানে টর্নেডো এবং দুবে ঝড়ে ভর করে দুর্দান্ত জয় পেল চেন্নাই সুপার কিংস। আরো একটি ম্যাচ হেরে হতাশায় তলিয়ে গেল কেকেআর।

ধোনি ব্যাট হাতে খুব অল্প সময়ের জন্য মাঠে নেমে কিছু করতে পারেননি। তার যে খুব একটা প্রয়োজন ছিল তেমন টাও নয় কারণ তার আগে অজংকার রাহানে অসাধারণ ব্যাটিং করে কেকেআর কে যা ক্ষতিগ্রস্ত করার করে গিয়েছেন। কিন্তু যেভাবে তিনি শ্রীলঙ্কার নতুন মালিঙ্গা বলে পরিচিত হয়ে ওঠা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত পেসার মাথিশা পাথরিনাকে ব্যবহার করলেন এবং নিখুঁত ডিআরএস নিলেন তা মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। শেষপর্যন্ত জেসন রয় এবং রিঙ্কুর হাফসেঞ্চুরিগুলিকে ব্যর্থ করে ৪৯ রানের ব্যবধানে ম্যাচে জিতে যায় সিএসকে।

আজ টস জিতে শেষ দুই ম্যাচের ভুল থেকে শিক্ষা না নিয়ে রান তাড়া করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা। টসে হেরে ইডেনের ব্যাটিং স্বর্গোদ্যানে অসাধারণ শুরু করেছিলেন দুই সিএসকে ওপেনার। গায়কোয়াড ৩৫ রানের ব্যক্তিগত স্কোরে ফিরলেও টানা নিজের চতুর্থ অর্ধশতরান সম্পূর্ণ করেন কনওয়ে। তবে এরপর শুরু হয় অজিঙ্কা রাহানে ঝড় যা কেকেআরের হাত থেকে ম্যাচ সম্পূর্ণ ছিনিয়ে নিয়ে যায়।

rahane hc

তিনি এবং শিবম দুবে কেকেআরের বোলারদের নাস্তানাবুদ করে দেন। দুবে ২০ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করার পরেই আউট হন। রাহানে এই কাজটি করতে নিয়েছিলেন ২৪ বল। তারপরে শেষপর্যন্ত তিনি যখন অপরাজিত অবস্থায় ড্রেসিংরুমে ফেরেন তখন তার নামের পাশে ঝলমল করছে ২৯ বলে ৬টি চার ও ৫টি ছক্কা সহযোগে করা ৭১ রানের একটি ইনিংস। চলতি আইপিএলে যেন নতুন করে নিজের জাত চেনাচ্ছেন তারকা ক্রিকেটার। এরপর শেষদিকে জাদেজা ১৮ রানের একটি অসাধারণ ক্যামিও খেলে দলকে নিয়ে যান ২৩৫-এর স্কোর অবধি। সুয়াস শর্মা বাদে কেকেআরের বাকি বোলারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

এরপর রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকে উইকেট হারাতে শুরু করে কেকেআর। ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়ায় আজ জেসন রয় ওপেন করতে পারেননি। তিনি যখন ক্রিজে এলেন তখন কলকাতা নাইট রাইডার্স ৪৩ বলে ৪৬ রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছে। সেখান থেকে মাত্র উনিশ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করে পাল্টা লড়াইয়ের একটা মরিয়া চেষ্টা করেছিলেন ইংল্যান্ড তারকা (৬১)। আজও দুর্দান্ত ফর্মে ব্যাটিং করেছিলেন রিঙ্কু সিং (৫৩*)। কিন্তু এত বড় রান তারা করতে গিয়ে ধারে কাছে পৌঁছতে গেলেও দলের একটা বড় অংশের যোগদান প্রয়োজন যা আজকে তারা পাননি। তাই শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি নাইট রাইডার্স। টানা চতুর্থ ম্যাচ হেরে আপাতত খুবই করুন অবস্থা দলের।

 

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর