IPL আরম্ভ হওয়ার আগেই মাথায় হাত CSK ভক্তদের! ধোনির চোট নিয়ে এলো মারাত্মক আপডেট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকেই আরম্ভ হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণ। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujrat Titans) বনাম আইপিএলের সবচেয়ে সফল ফ্র‍্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (CSK) মধ্যে ম্যাচ দিয়ে আরম্ভ হবে এইবারের আইপিএল। কিন্তু ৩১ তারিখের আগে ভক্তদের জন্য একটা অত্যন্ত আশঙ্কার খবর সামনে এলো। খবরটি শুনলে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভক্তরাও অনেকটা আতঙ্কিত হয়ে পড়বেন।

নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে একটু অস্বস্তি অনুভব করছেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংস শিবির থেকে এখনো কিছু অফিসিয়ালি না জানানো হলেও আন্দাজ করা যাচ্ছে যে ম্যাচের আগেও যদি ধোনি সম্পূর্ণ সুস্থ বোধ না করেন তাহলে সিএসকে অধিনায়ককে নিয়ে গোটা টুর্নামেন্টের জন্য ঝুঁকি নেওয়া হবে না। সে ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া বনাম মহেন্দ্র সিংহ ধোনির দ্বৈরথে দেখা থেকে বঞ্চিত হবে ক্রিকেটপ্রেমীরা।

এখানেই প্রশ্ন ওঠে যে যদি ধোনি মাঠে না নামতে পারেন তাহলে চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন কি? রবীন্দ্র জাদেজার গতবারের রেকর্ড দেখে তার ওপর খুব বেশি ভরসা পাচ্ছেন না কেউই। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজার বদলে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকসের কাঁধে এই দায়িত্ব আসতে পারে।

dhoni stokes csk

যদিও চেন্নাই সুপার কিংস ভক্তরা চাইবেন না তেমনটা হোক এবং তারা চাইবেন যে ধোনি সম্পূর্ণ সুস্থ হয়ে সিএসকের প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকুক। নিজের গোটা আইপিএল কেরিয়ারের মহেন্দ্র সিংহ ধোনি কেবলমাত্র চারটি ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেননি। এই তথ্য থেকেই তার ফিটনেস সম্পর্কে সকলেই ধারণা পেয়ে যাবেন।

গত বছর ধোনির চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। মোট দশটি ম্যাচে তাদের হারের মুখ দেখতে হয়েছিল। লিগ টেবিলে নবম স্থানে নিজেদের যাত্রা শেষ করেছিল তারা। এবার গোটা টুর্নামেন্ট সুর এই ধ্বনির নেতৃত্বে সেই অবস্থার পরিবর্তন দেখতে চাইবেন সিএসকে ভক্তরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর