কাটমানি আন্দোলন নামছে এবার তৃনমুল

বাংলা হান্ট ডেস্ক ঃ ২০১৯এ বিজেপি ২ থেকে ১৮টি লোকসভা আসন পাওয়ার পর রাজ্যের চিত্র কিছুটা বদল এসেছে। বিজেপি যখন তাদের বাংলায় জমি শক্ত করতে চাইছে, সেই সময় নতুন একটি কথার উদ্ভাবক করেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই ‘কাটমানি’ অর্থাৎ যদি সরকারি প্রকল্প থেকে কেউ টাকা নেয় সেই টাকা মানুষের উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন।

সেই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরে লাগাতার আন্দোলনে নেমেছে বিজেপি এবং কাটমানি ইস্যুতে তৃণমূল নেতারা যখন একের পর এক জায়গা অভিযুক্ত হচ্ছেন। সেই সময় কিছুটা বিড়ম্বনার মুখে পড়তে হয় তৃণমূলকে। অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee west আজ একুশে জুলাই সভামঞ্চ থেকে তিনি ঘোষণা করেন এলপিজি এবং উজালা যোজনা থেকে যারা কোটি কোটি টাকা কাটমানি খেয়েছে, তাদের তদন্ত হবে এবং আমরা হাত গুটিয়ে আর বসে থাকবো না।

বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কাটমানি আন্দোলনে নামবো। ফলে কে কোথায় কাটমানি খেয়েছে তার জবাব বিজেপিকে দিতে হবে।

annual martyr s day rally in kolkata 8c0b62aa 8da2 11e8 82c5 1329a5e665e9বিজেপি অবশ্য কাটমানি ইস্যুকে পাত্তা দিতে না রাজ। তাদের দাবী তৃণমূল একাধিক কেন্দ্রীয় প্রকল্প থেকে কোটি কোটি টাকার কাটমানি খেয়েছে। মানুষের জনসাধারণের আশা পূরণ করেছেন।এখন দেখার বিষয় কাটমানি ইস্যু কতদিন চলে এবং সত্যিই গরিব মানুষেরা তার টাকা ফেরত পাবে? না এখনও সেই নিয়ে রাজনিতি হবে। এখন সেটাই দেখার বিষয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর