‘মেটানো হবে বাংলার বকেয়া…’, কবে? শাহি বৈঠকের পরই জানিয়ে দিলেন রাজ্যপাল সি ভি বোস

বাংলা হান্ট ডেস্কঃ পূর্বের ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে ধর্নায় বসলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারংবার টাকা চেয়ে, মিটিং, বৈঠক করেও হয়নি লাভ। তাই ধর্নায় পথে হাঁটলেন তৃণমূল সুপ্রিমো। আজ থেকে ৪৮ ঘণ্টার ধর্নার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা। শুধু দুদিনই নয়, এরপর জেলায় জেলায় ধর্নার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়।

ওদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শাহি বৈঠক সেরে রাজ্যপাল জানান, রাজ্য প্রশাসন কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে কাজ করলে শীঘ্রই বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, ঘটনাচক্রে, দু’দিনের ধর্না কর্মসূচির পর ফের একবার বকেয়া ইস্যুতে দিল্লি পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৬ ফেব্রুয়ারি দিল্লি উড়ে যাবেন মুখ্যমন্ত্রী।

গতকাল দিল্লিতে বৈঠকের পর রাজ্যপাল বোস জানান, বাংলার বকেয়া ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। এই নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি রাজ্যপাল। তবে তিনি বলেন, “কেন্দ্র সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে, তা মেনে কাজ করলে শীঘ্রই বাংলার বকেয়া মিটিয়ে দেওয়া হবে। ” এমনটাই জানিয়েছেন বোস।

mamata cv bose

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর একটি ভিডিয়ো বার্তায় এ রাজ্যের মানুষের উদ্দেশে রাজ্যপাল বোস বলেন, ‘‘বাংলার সাধারণ মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য যা যা করা উচিৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার তা করছে।’’

আরও পড়ুন: প্রাথমিকের TET মামলায় বড় নির্দেশ! প্যানেলে ঢুকবেন ‘এই’ সকল পরীক্ষার্থীরা, জানিয়ে দিল হাইকোর্ট 

প্রসঙ্গত, বহুদিন থেকে মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব তৃণমূল সরকার। অভিযোগ, একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদী সরকার। কাজ করানোর পরেও ‘মনরেগা’র কাজের মজুরি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ। ওদিকে সম্প্রতি আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা এমনকি স্বাস্থ্যখাতেও টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে রাজ্য।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর