এবার রাজ্যে তৈরি হবে সাইকেল হাব, মেদিনীপুর থেকে ঘোষণা মমতার

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার ছিল মেদিনীপুরের প্রশাসনিক সভা। আর এই সভা থেকেই একাধিক কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রশাসনিক সভা থেকেই তিনি।ঘোষণা করলেন রাজ্যের সাইকেল হাবের কথা। খড়গপুরেই তৈরি হতে চলেছে এই সাইকেল তৈরির কারখানা।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে রাজ্যের ৭৮.৯ শতাংশ পরিবারেই অন্তত একটি করে সাইকেল রয়েছে। যা কিনা দেশের মধ্যে সর্বাধিক। বলাই বাহুল্য রাজ্যে এই বিপুল পরিমাণ সাইকেলের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘সবুজ সাথী’ প্রকল্পের অবদান বড় রকমের। সারা রাজ্য জুড়েই এই সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ।

কিন্তু এতকিছুর পরও মমতার আফসোস, ‘আমরা এত সাইকেল দিই, অথচ রাজ্যে কোথাও কোনও সাইকেল তৈরির কারখানা নেই। একটা কারখানা ছিল। সেটাও ধুঁকছিল। বন্ধ হয়েছে সেটাও।’ এরপরই এর সমাধান বাতলে দেন খোদ মুখ্যমন্ত্রীই। তিনি বলেন, ‘এবার খড়্গপুরেই সাইকেল হাব তৈরি করা হবে। প্রচুর কর্মসংস্থানও তৈরি করা যাবে ওই কারখানার মাধ্যমে।’ এদিন বৈঠকে উপস্থিত পাঁচ শিল্পপতির মধ্যে একজনকে জমি দেওয়া হচ্ছে খড়গপুর শিল্প পার্কে, এই সাইকেল হাব তৈরির জন্য।

বর্তমানে রমরমিয়ে বাড়ছে সাইকেলের কদর। একদিকে জ্বালানি তেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, অন্যদিকে পরিবেশ সচেতনতা, এই দুয়েরই দাওয়াই হল সাইকেল। শুধু তাইই নয়, এখনও এমন বহু প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে এই অর্থে পৌঁছায়নি গণপরিবহন ব্যবস্থা। সেখানেও পরিবহনের পন্থা হিসেবে সাইকেলের জুড়ি মেলা ভার। ফলে গ্রামাঞ্চল ছাড়াও বর্তমানে নিউটাউনের মতন এলাকাতেও লাফিয়ে বাড়ছে সাইকেলের কদর। তৈরি করা হচ্ছে আলাদা সাইকেল লেনও। এই পরিস্থিতিতে রাজ্যে সাইকেল হাব তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর