অভিষেকের সভা নিয়ে হাইকোর্টে মামলা DA আন্দোলনকারীদের! বিপাকে তৃণমূলের যুব সংগঠন

abhishekআগামীকাল বুধবার শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের সভাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে ডিএ নিয়ে আন্দোলনকারী সরকারি কর্মীদের প্রতিবাদ মঞ্চ। এবার শহিদ মিনার চত্বরে অভিষেকের সমাবেশের বিরোধিতা করে আদালতের গেলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা।

আন্দোলনকারীদের দাবি, অভিষেকের সভা অন্যত্র করার নির্দেশ দিক আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে আদালতে মামলা দায়ের করার আবেদন করার সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের আবেদন, শহিদ মিনার চত্বের সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে হাজার পাঁচেক আন্দোলনকারী অবস্থান ধর্নায় বসেছেন। সেখান থেকে একটুখানি দূরত্বেই তৃণমূলের সভায় ৪০-৫০ হাজার লোকের জমায়েত হলে যে কোনও বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে বলেই আশঙ্কা করছেন সরকারি কর্মীরা।

মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, ডিএ-র আন্দোলন মঞ্চের সামনে তৃণমূলের সভা হলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেই কারণে সভা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিক আদালত। এই নিয়ে আদালতের মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা। সবপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ আদালতের।

 

abhishekশুরু থেকেই শহিদ মিনারে অভিষেকের সভা নিয়ে জটিলতা তৈরি হয়। প্রথম থেকে তৃণমূল শহিদ মিনারে সভা করতে চাইলে অনুমতি দেয়নি সেনা। কারণে সেখানে ডিএ নিয়ে আন্দোলনকারী সরকারি কর্মীদের ধরনা ও অনশন চলছিল। কিন্তু পরে শহিদ মিনারে সভা করার জন্য সেনার অনুমতি পায় তৃণমূল। এবার সেই সভা নিয়ে আদালতে দায়ের হল মামলা। কলকাতা হাইকোর্ট অভিষেকের সভা নিয়ে কী রায় দেয় সেটার দিকেই এখন নজর সকলের।

আন্দোলন মঞ্চের সামনে তৃণমূলের সভা নিয়ে শুরু থেকে আপত্তি ছিল সরকারি কর্মীদের। তাঁদের দাবি ছিল, তৃণমূলের সভার কারণে আইন-শৃঙ্খলার কোনও অবনতি হলে তার দায় নিতে হবে সরকারি কর্মীদেরই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর